img

ঢাবির ভ‌র্তি প‌রীক্ষায় মু‌ক্তিযোদ্ধার নাতি-নাত‌নি কোটা বাদ

প্রকাশিত :  ০৮:২৭, ২৫ জানুয়ারী ২০২৫

ঢাবির ভ‌র্তি প‌রীক্ষায় মু‌ক্তিযোদ্ধার নাতি-নাত‌নি কোটা বাদ

মু‌ক্তি‌যোদ্ধা‌দের না‌তি-নাত‌নি‌ কোটা বাদ দি‌য়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের (ঢাবি) এবারের ভ‌র্তি প‌রীক্ষা। ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মু‌ক্তি‌যোদ্ধার সন্তান‌দের জন‌্য কোটা রাখা হ‌য়ে‌ছে। বিষয়টিকে যৌ‌ক্তিক সংস্কার হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। শনিবার সকালে ঢাবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন উপাচার্য।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলে।

ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১ হাজার ৪ জন। এ ছাড়া বিভাগীয় শহরগুলোতে শনিবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৪ হাজার ৪৯৬ জন।             

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ, প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৩ জন শিক্ষার্থী।



img

পর্তুগালে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ

প্রকাশিত :  ১৩:৩৫, ১৩ জুলাই ২০২৫

মো : ফেরদৌস আহমাদ

পর্তুগাল পড়াশোনার জন্য আকষর্ণীয় হতে পারে কারণ এখানকার ডিগ্রি আন্তজার্তিক মানের। টিউশন খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট কম। ৩ হাজার থেকে ৮ হাজার ইউরো প্রতি বছর খরছ পড়ে। তাছাড়া বসবাসের খরচটা ও যথেষ্ট সাশ্রয়ী। মাসিক ৩শ থেকে ৫শ ইউরোর মধ্যে ভালোভাবেই চলতে পারবেন। এছাড়া অনেকেই আছেন যারা IELTS দিতে ভয় পান অথবা IELTS পরীক্ষায় স্কোর কম পেয়েছেন, তাদের জন্য সুসংবাদ, পর্তুগীজ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রামে IELTS ছাড়াই আবেদন করা যায়। তবে ভিসা নিশ্চিত করতে অবশ্যই ইংরেজিতে ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বেশীরভাগ বাংলাদেশীর ইউরোপে পড়াশুনার অর্থই হল ইউরোপসহ পশ্চিমা বিশ্বে আজীবনের জন্য সেটেল হওয়া বা স্থায়ী বসবাস করা। সেই অর্থে তাদের জন্য পর্তুগাল হল শ্রেষ্ঠ স্থান, কারণ এখানে আপনি খুব অল্প সময়, অল্প টাকায় পর্তুগালের পার্মানেন্ট রেসিডেন্ট তথা নাগরিকত্ব অর্জন করতে পারবেন। সাধারনত স্টুডেন্টসহ যেকোন ক্যাটাগরিতে ৫ বছর বৈধ বসবাসে পর্তুগালের নাগরিকত্ব পাওয়া যায় যা, বিশ্বের অন্য কোন দেশে সম্ভব নয়। তবে সাম্প্রতিক সময়ে নাগরিকত্ব আইন পরিবর্তনের কথা হচ্ছে সংসদে কিন্তু পি আর এর সময় ৫ বছরই থাকছে।

বাংলাদেশী শিক্ষার্থীদের মূল চ্যালেঞ্জ হলো বাংলাদেশে পর্তুগালের কোন এমব্যাসি নেই। ইন্ডিয়া যেতে হয় বলে আমাদের শিক্ষার্থীদের ভিসা রেশিও একটু কম। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেকেই ভিসা নিয়ে পর্তুগাল আসছেন। এখানে মূলত সপ্তাহে ২০ ঘন্টা কাজের অনুমতি আছে কিন্তু আপনি যদি ইমিগ্রেশনকে প্রমাণ করতে পারেন আপনার কাজ ও পড়ালেখার সময় একে অপরের সাথে সাংঘার্ষিক নয় তবে ফুল টাইম কাজ করতে পারেন। পড়াশোনা শেষ করলে পর্তুগালে চাকরির বাজারে প্রবেশ সহ সমগ্র ইউরোপ তথা সারা বিশ্ব উন্মুক্ত চাকরি ও অনন্য সুযোগ সুবিধা নিয়ে।

ইন্ডিয়াতে বাংলাদেশী শিক্ষার্থীরা বঞ্চনার শিকার হচ্ছে বলে অনেক শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। আমরা প্রায় শুনি, ইন্ডিয়াতে বৈষম্যমূলক আচারনের শিকার হতে হয় বাংলাদেশী শিক্ষার্থীদের। কিন্তু সাম্প্রতিক সময়ে ভিসার রেশিও অনেক বেড়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমান ও ইন্ডিয়া ভি এফ এসের অ্যাপোয়েন্টমেন্ট থাকলে ইন্ডিয়ান ভিসা নেওয়া সম্ভব।

পর্তুগাল পড়াশোনা ও বসবাসের জন্য খুবই ভাল ও সুন্দর একটি দেশ। এখানে ইউরোপের অনন্য দেশের তুলনায় বৈষম্যমূলক আচরন একে ভাবে নেই বল্লেই চলে। এছাড়াও এখানকার আবহাওয়া যথেষ্ট ভাল যা কিছুটা আমাদের দেশের মত। তাই আমরা মনে করি পড়াশোনার জন্যে ইউরোপের অন্যতম সেরা দেশ হতে পারে পর্তুগাল।