img

স্টারমারের প্রশংসায় ট্রাম্প, শিগগিরই যাবেন যুক্তরাজ্য সফরে

প্রকাশিত :  ০৪:৫১, ২৬ জানুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:৪০, ২৬ জানুয়ারী ২০২৫

স্টারমারের প্রশংসায় ট্রাম্প, শিগগিরই যাবেন যুক্তরাজ্য সফরে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রশংসা করলেন । তিনি বলেছেন, স্টারমার এখন পর্যন্ত অত্যন্ত ভালো কাজ করেছেন। রোববার (২৬ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

স্টারমারের সঙ্গে কেমন সম্পর্ক- বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তিনি স্টারমারের সঙ্গে ফোনে কথা বলবেন। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও ধনকুবের ইলন মাস্ক স্টারমারের কড়া সমালোচক। তিনি ক্রমাগত স্টারমারের পদত্যাগের আহ্বান জানিয়ে আসছেন।  

স্টারমার সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি তাকে ভালো পাই, তাকে আমি অনেক পছন্দ করি। স্টারমার লিবারেল যা আমার থেকে একটু আলাদা কিন্তু আমি মনে করি তিনি অনেক ভালো লোক এবং এখন পর্যন্ত তিনি অনেক ভালো কাজ করেছেন। 

স্টারমারকে নিয়ে ট্রাম্প আরও বলেন, তিনি দর্শনের দিক থেকে তার দেশকে প্রতিনিধিত্ব করছেন। ট্রাম্প বলেন, আমি তার দর্শনের সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে।

দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর কোথায় হতে পারে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প শনিবার বলেছেন, এটা সৌদি আরব হতে পারে, যুক্তরাজ্যও হতে পারে। ঐতিহ্যগতভাবে এটা যুক্তরাজ্য হতে পারে। 

ট্রাম্প আরও বলেন, প্রথম মেয়াদে আমি প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাই কারণ তারা ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কিনতে রাজি হয়েছিল। 


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ব্রিটেনের মার্কিন ঘাঁটি ছেড়েছে অন্তত ৪ যুদ্ধবিমান

প্রকাশিত :  ০৬:৩১, ১৮ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:১১, ১৮ জুন ২০২৫

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোররাতে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে অন্তত চারটি এফ-৩৫ যুদ্ধবিমান উড়াল দিয়েছে। বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানিবাহী ট্যাংকার বিমানও ছিল।

এদিকে ইরানের মাটির গভীরে তৈরি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা রাখা বি-২ স্পিরিট বোমার বিমানও বর্তমানে ভারত মহাসাগরে, ইরান থেকে মাত্র ৪ হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করছে বলে জানা গেছে।

গত তিন দিনে যুক্তরাষ্ট্র অন্তত ৩০টি সামরিক বিমান স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে স্থানান্তর করেছে।

যদিও এসব যুদ্ধবিমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে ইউরোপে পাঠানো হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার ভোরে এক বিবৃতিতে বলেন, ‘জায়নিস্টদের সঙ্গে কোনো আপস হবে না।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি বলেন, ‘জায়নিস্টদের প্রতি কোনও দয়া দেখানো হবে না।

’এই মন্তব্যের মাধ্যমে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও জবাব দিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। বুধবার ভোররাতে ইরান তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘ফাতাহ ওয়ান’ হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে, এবং হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সতর্ক করে নিরাপদে সরে যেতে বলেছিল।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে, মঙ্গলবার রাতে তারা ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।

সূত্র : বিবিসি

যুক্তরাজ্য এর আরও খবর