img

বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের মেয়র পার্লারে ব্যারিস্টার তানিয়া আমিরের সাথে ব্রিটিশ-বাংলাদেশী পেশাজীবিদের আড্ডা

প্রকাশিত :  ০৭:৩০, ২৭ জানুয়ারী ২০২৫

বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের মেয়র পার্লারে ব্যারিস্টার তানিয়া আমিরের সাথে ব্রিটিশ-বাংলাদেশী পেশাজীবিদের আড্ডা

বাংলাদেশের সংবিধান মোতাবেক সর্বময় ক্ষমতার মালিক দেশের জনগণ। নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া সংবিধানের কোন ধরনের পরিবর্তন পরিবর্ধন  বা সংশোধন সংযোজন করার এখতিয়ার  কারো নেই।

গতকাল ২৪ জানুয়ারী শুক্রবার  লন্ডন বরো অব বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের  ব্রিটিশ বাংলাদেশী মেয়র মঈন কাদরির আয়োজনে মেয়র পার্লারে আয়োজিত চায়ের আড্ডায় আন্তরজাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার আইনজীবি ব্যারিস্টার তানিয়া আমির ব্রিটিশ বাংলাদেশী আইনজীবি,সাংবাদিক ও অন্যান্য পেশাজীবিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এছাড়াও বাংলাদেশের শ্রম আইন, মানমাধিকার আইন নিয়ে তিনি আলোচনা করেন। প্রশ্নউত্তরে তিনি বলেন  সংবিধান নিয়ে শপথ করে  সংবিধান ভঙ্গ করা হচ্ছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অতীতে  যেমন ঘটছে এই সরকারের সময়ে আরো বেশী হচ্ছে, প্রতিদিনই ঘটছে বাংলাদেশে মানবাধিকার লংঘনের ঘটনা। গেল জুলাই আগষ্টে ডিউটিরত অবস্থায়  তিন হাজারেরও বেশী পুলিশকে হত্যা করা হয়েছে। তাদের ব্যাপারে এই সরকার সম্পুর্ণ  নীরব। অন্য  দিকে হাজার হাজার নীরিহ মানুষকে আসামী করে অসংখ্য গয়েবী মামলা হচ্ছে। তদন্ত করতে আসা জাতিসংঘের প্রতিনিধি দলও সরকারের কাছ থেকে কোন ধরনের সহযোগীতা পায়নি।

লন্ডন সময় দুপুর ২ ঘটিকা থেকে বিকেল চারটা পর্জন্ত এই আড্ডায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও গবেষক দেওয়ান গৌস সুলতান,  বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের কাউন্সিলার সৈয়দ ফিরেজ গণী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক আজিজুল আম্বিয়া,  টাওয়ার হ্যামলটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, সাংবাদিক শওকত মাহমুদ টিপু, কবি নজরুল ইসলাম ওকিব, সাংবাদিক কামরুল আই রাসেল,  সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আইনজীবি আবুল বশর, আইনজীবি মাজিব র্যাংকমোর ক্রিসম্যান,ব্যারিস্টার তামিয়া সুরি, সমাজ কর্মি শিকদার আতিয়ার রসুল কিটন, জাহিদ হোসেন,তিসা খান, মোরশেদ উদ্দিন আহমদ, ইকবাল হোসেন, আশিক রহমান, আইনজীবি বিধান মন্ডল প্রমুখ।  এছাড়াও আ্ড্ডায় অংশ নেন কাউন্সিলের কর্মকর্তা কর্মচারীরা।  আড্ডার শুরুতে মেয়র মঈন কাদরি স্বাগত বক্তব্য রাখেন এবং ব্যারিষ্টার তানিয়া আমিরের সাথে সকলকে পরিচয় করিয়ে দেন। অনুষ্টানে মুক্তিযোদ্ধা ও গবেষক দেওয়ান গৌস সুলতান তার গবেষণা গ্রন্থ বিশ শতকে বাংলাদেশের সাধারন নির্বাচন বইটি ব্যারিষ্টার তানিয়া আমিরের হাতে তুলে দেন।  তানিয়া আমির একজন প্রখ্যাত ব্যারিস্টার ও মানবাধিকার কর্মী। তিনি ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। গ্রেস ইন থেকে ১৯৯০ সালে আইন পাস করে বার-এ যোগ দেন। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব বাকিংহাম থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।


কমিউনিটি এর আরও খবর

img

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে ব্রিটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন

প্রকাশিত :  ১৬:৫৬, ১৭ জুন ২০২৫

কার্ডিফ থেকে সাজেল আহমেদ: হালাল খাবার হলো সেই সব খাদ্য, যা কোরআন ও হাদিসে নিষিদ্ধ করা হয়নি এবং যা পবিত্র ও উপকারী। গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল শহর  ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফে-বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের মতো গত ১৪ জুন ( শনিবার) ও ১৫ জুন (রোববার) দু\'দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫।

মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে তৃতীয়  বছরের মতো এবারকার চমৎকার  আয়োজনে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলার মূল আয়োজক ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর, ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তান সাজ হারিছ মেলা সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই  উৎসব শুধু খাবারের স্বাদ নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনও দৃঢ় করেছে। 

আগামী বছর ও এই আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্বের বৃহত্তম হালাল খাবার উৎসব যুব সংগঠক সাজ হারিছ এর  টিমের সাবিক ব্যাবস্থাপনায় আয়োজিত এই হালাল উৎসবটি শুধু বাংলাদেশ ও মুসলিম কমিউনিটি নয়, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ হালাল খাবারের স্বাদ নেওয়া সহ সব কমিউনিটিকে একত্র হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন বলে উল্লেখ করে এই সব ইভেন্টে আগামীতেও কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন বলে অভিমত ব্যাক্ত করেছেন। 

উল্লেখ্য যে, বিগ -হালাল ফুড  ফেস্টিভ্যাল হলো ব্রিটেনের কার্ডিফের একটি বার্ষিক খাদ্য উৎসব, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক হালাল রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং শেফদের তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংস্কৃতির হালাল ডিশ যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান কুজিন, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশীয়, উত্তর আফ্রিকান এবং কানাডিয়ান ফিউজন  হালাল খাবারের প্রেমিকরা একত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্নার স্বাদ উপভোগ করেন।

এছাড়াও মেলায় রকমারী স্টলের পাশাপাশি পারিবারিক বন্ধনের সুযোগসহ শিশুদের জন্য গেমস ও ক্রিয়েটিভ ওয়ার্কশপ, হস্তশিল্প ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী সহ এই ফেস্টিভ্যালের একটি অংশ দান ও স্থানীয় চ্যারিটিকে সমর্থন করে। অনেক সময় ফুড ড্রাইভ বা অনাথ আশ্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। 


কমিউনিটি এর আরও খবর