img

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা

প্রকাশিত :  ১১:৩২, ২৮ জানুয়ারী ২০২৫

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে বিকালে ৪টার দিকে শাহবাগে এ কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক।

তিনি জানান, আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি শিক্ষা মন্ত্রণালয় মেনে নিয়েছে। এসময় শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনায় মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ করেছে বলেও জানান মাসুদুল হক।

এর আগে গত ১৯ জানুয়ারি থেকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষকেরা জানিয়েছিলেন, ১৫ হাজার মাদরাসার ৭৫ হাজার শিক্ষক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রাথমিক বিদ্যালয়ের মতো সারা দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকেরা।

তাদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করা হয়নি। যত দ্রুত সম্ভব মাদরাসাগুলো জাতীয়করণ করতে হবে।

পরে রোববার (২৬ জানুয়ারি) প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনরত শিক্ষকেরা। তবে জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন তারা। ওই সময় তাদের ওপর জলকামান নিক্ষেপ ছাড়াও লাঠিচার্জ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

সোমবার (২৭ জানুয়ারি) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।


শিক্ষা এর আরও খবর

img

এবার দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

প্রকাশিত :  ১০:২২, ২৬ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ১০:২৪, ২৬ মার্চ ২০২৫

এসএসসির পর এবার ২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এরইমধ্যে সময়সূচি পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে দাখিল পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার (২৬ মার্চ) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত নতুন সময়সূচি প্রকাশ করা হয়।

পরীক্ষার নতুন রুটিন বিশ্লেষণ করে দেখা গেছে, আগের সূচির তুলনায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

১. বাংলা প্রথম পত্র: পূর্বনির্ধারিত ২০ এপ্রিলের পরীক্ষা এক দিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

২. উচ্চতর গণিত (তত্ত্বীয়): পূর্বনির্ধারিত ১২ মে’র পরিবর্তে এখন ১৫ মে অনুষ্ঠিত হবে।

এ দুটি পরিবর্তন ছাড়া আগের রুটিনের অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত রয়েছে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের অবশ্যই ২০ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।

২০২৫ সালের দাখিল পরীক্ষা ১০ এপ্রিল শুরু হবে, যেদিন এসএসসি পরীক্ষাও শুরু হবে। প্রথম দিনে পরীক্ষার্থীরা কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা দেবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে। একই সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

পরীক্ষার্থীদের পরীক্ষার নতুন রুটিন সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সংশোধিত তারিখ অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সকল পরীক্ষার্থীকে পরীক্ষার হলে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশ্নফাঁসসহ যেকোনো অনিয়ম রোধে বিশেষ নজরদারি থাকবে। শিক্ষার্থীদেরও সতর্কতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার সর্বশেষ আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে শিক্ষার্থীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত পরিদর্শনের অনুরোধ করা হয়েছে।