img

৯ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

প্রকাশিত :  ০৬:১৩, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

৯ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, রোববার সন্ধ্যা থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার মাত্রা আরও বাড়তে থাকে। রাত ১২টার পর থেকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য এই নৌ-রুটে রাত ১২টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। 

কুয়াশার মাত্রা কেটে গেলে সকাল ৯টার দিকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

কুয়াশার কারণে এ নৌরুটে শনি ও রোববার দুদিন প্রায় ২২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

img

দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৪৫ বাংলাদেশি

প্রকাশিত :  ০৫:২১, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:৩৪, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

দেশে ফিরেছেন লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৪৫ বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় আজ (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এসব অভিবাসীদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ফেরত আসা এই অভিবাসীদের বেশীরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। ফেরত আসা অভিবাসীদের জন্য প্রত্যেকের জন্য ৬ হাজার টাকা, খাদ্য সামগ্রী, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে আইওএম।