img

শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস গ্রেপ্তার

প্রকাশিত :  ১৫:১২, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

 শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক এপিএস জুয়েল আহমদকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। শনিবারে দিবাগত রাত আড়াইটায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়েল আহমদ ডুংরিয়া গ্রামের আবদুল শহিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় ৪ ডিসেম্বর একটি মামলা দায়ের করে শান্তিগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের  ভিত্তিতে খবর পেয়ে শনিবার দিবাগত রাত ডুংরিয়া গ্রামে জুয়েল আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রবিবার এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসিন আকরাম আলী জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গত রাতে জুয়েল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় উপজেলার ৫ ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করেছিলো পুলিশ। অজ্ঞাত ছিলো আরও ১০/১২ জনের নাম। জেলা ছাত্রলীগ নেতা মাজেদ আহমদ প্রথমেই এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এখনো জেল হাজতে আছেন তিনি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হলেন জুয়েল আহমদ।

সিলেটের খবর এর আরও খবর

img

বড়লেখায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত :  ০৬:৩৯, ১৬ মার্চ ২০২৫

মৌলভীবাজার জেলার বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে। উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে জাহিদ আহমদ (৬) ও তার ভাগ্না শামীম আহমদ (৮)। শামীম নানা বাড়িতে থেকে লেখাপড়া করত।

স্থানীয়রা জানান, সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব বলেন, দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। পুকুরে পানি জমেছে। সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় বলেন, ঘটনাটি মর্মান্তিক। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।