img

স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টা নায়িকা পপির

প্রকাশিত :  ১৫:৪৫, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:৪৮, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টা নায়িকা পপির

এক সময়ের ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়।

জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম কালবেলাকে বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব। পপির মেজবোন ফিরোজা পারভীন কালবেলাকে বলেন, আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থাকছে না। সবার জমি সে একাই দখল করতে চায়।

তিনি আরও বলেন, স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

বলে রাখা ভালো, কয়েক বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন নায়িকা পপি। তার বিয়ে ও সন্তানের জন্মের খবর উড়ো খবর এলেও এ নিয়ে মুখ খোলেননি এই চিত্রনায়িকা। 

img

বুকে তীব্র ব্যথা, হাসপাতালে এ আর রাহমান

প্রকাশিত :  ০৬:৫৩, ১৬ মার্চ ২০২৫

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান হাসপাতালে। আজ রোববার হঠাৎ বুকে ব্যাথা হলে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ আর রহমানকে চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টার দিকে সুরকারকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয় তার।

শেষ খবর অনুযায়ী, অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয়েছে রহমানের। রাখা হয়েছে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে। তবে অন্য একটি সূত্রমতে, ঘাড়ে ব্যাথা রহমানের। তাই বিদেশ থেকে ফিরে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান।

এদিকে গেল সপ্তাহে রহমানের সদ্য প্রাক্তন স্ত্রী সায়রা বানুকে হাসপাতালে ভর্তি করা হয়। একটি অস্ত্রোপচার হয় তার। সপ্তাহ না ঘুরতেই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সুরকার।

গেল বছর সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ হয় রহমানের। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিষয়টি অনুরাগীদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। রহমানও খবরটি জানিয়েছিলেন বুকে পাথর বেঁধে।