img

কুইন ক্যামিলা ও মেয়র লুৎফুরের উপস্থিতিতে ওয়াপিংয়ে শত মিলিয়ন পাউন্ড বাজেটের নতুন স্কুলের উদ্বোধন

প্রকাশিত :  ১৯:১৯, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

কুইন ক্যামিলা ও মেয়র লুৎফুরের উপস্থিতিতে ওয়াপিংয়ে শত মিলিয়ন পাউন্ড বাজেটের নতুন স্কুলের উদ্বোধন

লন্ডন, ৪ ফেব্রুয়ারী: বৃটেনের কুইন ক্যামিলা এবং নির্বাহী মেয়র লুৎফুর রহমান সহ একদল উচ্ছ্বসিত শিক্ষার্থী, স্কুল স্টাফ এবং কমিউনিটির ব্যক্তিবর্গের উপস্থিতিতে টাওয়ার হামলেটসের ওয়াপিং এলাকায় নতুন একটি স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার হাইওয়ে সংলগ্ন শত মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন স্কুলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ১০০ মিলিয়ন পাউন্ড—এর বেশী বাজেটের এই স্কুলকে ভূমি প্রদান ছাড়াও ৫২ মিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তা দিয়েছে কাউন্সিল।  

মঙ্গলবার সকাল ১১ টায় রানী ক্যামিলা স্কুল প্রাঙ্গণে এসে  পৌছালে স্কুলের স্টুডেন্টরা হর্ষোৎফুল্লভাবে তাকে স্বাগত জানায়। তারপর তিনি স্কুলটি ঘুরে দেখেন। এসময় টাওয়ার হামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও মালবারি স্কুল ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ ডক্টর ভেনিসা ওগডিন অংশ নেন। 


কুইন কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় মালবেরি একাডেমি লন্ডন ডক টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের জন্য একটি নতুন মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলটি শুধু শিক্ষার্থীদের শক্তিশালী শিক্ষার সুযোগ দেওয়ার ওপরই গুরুত্ব দেয় না, বরং সহায়তা ও সমৃদ্ধ অতিরিক্ত পাঠক্রমমূলক কার্যক্রমও প্রদান করে।

কুইন ক্যামিলা বিভিন্ন ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিজ্ঞান, শিল্পকলা এবং রোবোটিক্স ক্লাস। মার্সিডিজ—বেঞ্জ গ্র্যান্ড প্রিক্স লিমিটেডের মালবেরি এসটিইএম একাডেমির সঙ্গে অংশীদারিত্ব রয়েছে, যেখানে শিক্ষার্থীরা এফ১ রেসিংয়ে রোবোটিক্স সম্পর্কে আরও জানতে পারে। তিনি এমনকি একটি ছোট ফর্মুলা ওয়ান রেসেও অংশ নেন, যেখানে সামান্য ব্যবধানে তিনি বিজয়ী হন।

কুইন ক্যামিলা মালবারী একাডেমির নতুন এই স্কুলের বিভিন্ন পারফরমেন্স পর্যবেক্ষণ করেন এবং স্টুডেন্টদের সাথে কথা বলেন। এটি একাডেমিক ৮টি শাখার মধ্যে নতুন হলেও ওয়াপিং এলাকায় প্রথম সেকেন্ডারি স্কুল। 


পরে নির্বাহী মেয়র লুৎফর রহমান স্টুডেন্টদের সামনে নির্ধারিত আলোচক হিসেবে অনুপ্ররণামুলক বক্তব্য রাখেন। বলেন, “আজ একটি শুভ দিন। বিশেষ করে ওয়াপিং এলাকায় একটি সেকেন্ডারি স্কুল জরুরি ছিল। স্টুডেন্টদের হাইওয়ে পার হয়ে ঝুঁকি নিয়ে স্কুলে আসা যাওয়া করতে হত।” 


এসময় মেয়র স্মরণ করেন ২০১২—২০১৩ সালে এই স্কুলের প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূমি নিশ্চিত করার জন্য ডেভলপারদের সাথে দর কষাকষির সেই দিনগুলির কথা। জানান, \"এই নতুন আধুনিক স্কুলের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করতে ডেভেলপারের সাথে সাফল্যের সাথে দরকষাকষি এবং স্কুলের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।”


মালবারি একাডেমি ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ ডক্টর ভেনিসা বলেন, “মহামান্য রানীর উপস্থিতি আমাদের স্টুডেন্ট, স্টাফ এবং কমিউনিটির জন্য একটি নিঃসন্দেহে অসাধারণ সম্মান। দিনটি মালবেরি স্কুল ট্রাস্টের জন্য স্মরনীয় হয়ে থাকবে।” তিনি স্কুলের জন্য ভূমি নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাহী মেয়রের বিশেষ ভূমিকার প্রশংসা করেন। 

অনুষ্ঠানে কাউন্সিলের শিক্ষা বিষয়ক কেবিনেট মেম্বার, ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, ট্রাস্টের আটটি স্কুলের প্রতিটির ছাত্র প্রতিনিধি, ট্রাস্টি ও গভর্নররা অংশ নেন।


কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে ৫৪তম স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত :  ১৫:৪০, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ‍্য জাসদের উদোগে আজ ২৬শে মার্চ ২০২৫ এক ভার্চুয়েল আলোচনা সভার আয়োজন করা হয় । যুক্তরাজ‍্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় সভার শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । উক্ত ভার্চুয়েল সভায় বাংলাদেশ থেকে অংশগ্রহন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সংগ্রামী সভাপতি জননেতা লোকমান আহমদ । তিনি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান । 
 
সভায় বক্তারা তাদের বক্তব‍্যে বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে শত্রু মুক্ত  করতে স্বাধীনতার ডাক দিয়েছিলেন । দীর্ঘ ৯ মাসের মরণপণ রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পাক হানাদার বাহিনীকে যুদ্ধে পরাজিত করে ছিনিয়ে এনেছিল এদেশের স্বাধীনতা । তাই এই স্বাধীনতা কারো দয়ার দান না এবং বাঙ্গালি জাতির এই জন্মের ইতিহাস যে কেউ ইচ্ছা করলেই মুছে ফেলতে পারবেনা। তারা বলেন, দুঃখজনক হলেও সত‍্য যে, যুক্তরাজ‍্য জাসদ যখন স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন করছে, তখন আমাদের বাংলাদেশ রাজনৈতিকভাবে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ আজ ভয়াবহ নেতৃত্ব শূণ‍্যতায় ভুগছে। এ অবস্থায় দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তিকে ঐক‍্যবদ্ধভাবে শক্তিশালী মরণপন আন্দোলনে আত্মনিয়োগ করতে হবে। 
কোন মহল ইচ্ছা করলেই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান ইতিহাস থেকে মুচে ফেলতে পারবেনা। বক্তারা, জাসদ সভাপতি এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনুসহ সারা দেশের সকল জাসদ নেতৃবৃন্দের উপর থেকে মিথ‍্যা মামলা প্রত‍্যাহার করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন‍্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী জানান। 

ভার্চুয়েল সভায় যারা বক্তব‍্য রাখেন তারা হলেন, যুক্তরাজ‍্য জাসদ সভাপতি বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশীদ, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য, আলাউদ্দিন আহমদ মুক্তা, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য শামীম আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, যুক্তরাজ‍্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, যুক্তরাজ‍্য জাসদের প্রচার যোগাযোগ বিষয়ক সম্পাদক এমরান আহমদ, যুক্তরাজ‍্য বাসদ নেতা মোহাম্মদ শওকত, যুক্তরাজ‍্য নারীজোটের আহবায়ক রেহানা বেগম এবং যুক্তরাজ‍্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা বিলকিস মনসুর। -প্রেস বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর