img

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের লাল টিলা

প্রকাশিত :  ১৫:৩৫, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৪:৩৯, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

 প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের লাল টিলা
সংগ্রাম দত্ত: পর্যটন নগরী ও চায়ের রাজধানীখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে বিশ্বব্যাপী পরিচিত শ্রীমঙ্গল। ছোট বড় উঁচু নিচু টিলায় ঘেরা পযর্টন এলাকাটিতে রয়েছে অন্তত অর্ধশতাধিক দর্শনীয় স্থান। প্রাকৃতিক দৃশ্য আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের এসব দর্শনীয় স্থান গুলোর মধ্যে একটি হলো ফুলছড়া চা বাগানের লালটিলা। এখানে একটি কালী মন্দির রয়েছে। 

শ্রীমঙ্গল শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে ফুলছড়া চা বাগানের পাঁচ নম্বর সেকশনে সমতল থেকে প্রায় শত মিটার উচুতে এই টিলার অবস্থান। মাটির রং লাল হওয়ায় টিলার নাম লালটিলা হলেও কালী মন্দিরের কারণে এটি কালীটিলা নামেও পরিচিত। চা বাগানের প্রবেশ পথের প্রথম নিরাপত্তা গেট থেকে বাম পাশের রাস্তা দিয়ে ২ কিলোমিটার এগুতেই চোখে পড়বে টিলার অপরুপ সৌন্দর্য। টিলায় উঠার জন্য পাহাড় কেটে বানানো হয়েছে আঁকাবাঁকা রাস্তা। দুপাশে সারি সারি চা বাগান পেরোতে পেরোতে দেখা মিলবে দুর্গম পাহাড়েরও। পাহাড়ের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে লালটিলার একেবারে চূড়ায় পৌঁছাতে হয়। আর এই চূড়াতেই রয়েছে কালী মন্দির। দীর্ঘ পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে টিলার চূড়ায় উঠেই প্রথমেই সনাতন ধর্মাবলম্বীরা তাদের কালীমাতাকে দর্শন করেন । পাশাপাশি রয়েছে একটি শিবঠাকুরের মন্দিরও। প্রতিদিন দর্শনার্থীদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করতে আসে এই মন্দিরে।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চা দিতে দেরি করায় রেস্টুরেন্টকর্মীকে হত্যা

প্রকাশিত :  ১০:৫০, ১৩ জুলাই ২০২৫

চা দিতে দেরি করায় সিলেটে রেস্টুরেন্টের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রেস্টুরেন্টে চা দেয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে তাকে খুন করা হয় বলে জানা গেছে।

আজ রোববার (১৩ জুলাই) সকালে নগরের কাজির বাজার এলাকায় রুমন (২২) নামের ওই তরুণকে খুন করা হয়।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারের মাছ বাজারের পাশের একটি রেস্টুরেন্টে ঢুকেন। এসময় চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে রুমনের উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছ সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


সিলেটের খবর এর আরও খবর