img

জগন্নাথপুরে শেখ মুজিবুরের দুটি ম্যুরাল ভাংচুর

প্রকাশিত :  ১৩:৫৩, ১০ ফেব্রুয়ারী ২০২৫

 জগন্নাথপুরে শেখ মুজিবুরের দুটি ম্যুরাল ভাংচুর

সুনামগঞ্জ জেলার  জগন্নাথপুর পৌরশহরে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রথম শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরালটি হাতুড়ে, শাবল ও গ্রীস মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনের ম্যুরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে অন্য কোনো স্থাপনা ভাংচুর করা হয়নি।

প্রত্যেক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল বিরুদ্ধ জনতা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল দুটি ভেঙে দিয়েছে। তবে অন্য কোন  স্থাপনা ভাংচুর করা হয়নি।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ভারত থেকে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে  ক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে মুজিবের ম্যুরাল ভাংচুর করা হয়।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চা দিতে দেরি করায় রেস্টুরেন্টকর্মীকে হত্যা

প্রকাশিত :  ১০:৫০, ১৩ জুলাই ২০২৫

চা দিতে দেরি করায় সিলেটে রেস্টুরেন্টের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রেস্টুরেন্টে চা দেয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে তাকে খুন করা হয় বলে জানা গেছে।

আজ রোববার (১৩ জুলাই) সকালে নগরের কাজির বাজার এলাকায় রুমন (২২) নামের ওই তরুণকে খুন করা হয়।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারের মাছ বাজারের পাশের একটি রেস্টুরেন্টে ঢুকেন। এসময় চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে রুমনের উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছ সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


সিলেটের খবর এর আরও খবর