img

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণসভা ও নির্বাচন সম্পন্ন

প্রকাশিত :  ১৯:৩৯, ১১ ফেব্রুয়ারী ২০২৫

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণসভা ও নির্বাচন সম্পন্ন
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণসভা ও নির্বাচন গত ৯ ই ফ্রেব্রুয়ারী,রোববার কেমডেনের সমার্সটাউন ইউথ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার। সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদুর পরিচালনায় ও শাহ চেরাগ আলীর কন্ঠে পবিএ কোরআন তেলাওয়াতের মধ্যো দিয়ে সূচিত এ সভায় বিগত টার্মের কার্য্ক্রম এর উপর রিপোর্ট পেশ করেন সাবেক সভাপতি ও সেক্রেটারি । সংগঠনের কার্য্যক্রম ও একাউন্টসের বিস্তারিত বিবরণ প্রদান করেন সাবেক ট্রেজারার আব্দুস সালাম ।

আর্তমানবতার কল্যানে কাজ করে যাওয়া এ সংগঠনটি বিগত দিনগুলোতে নানাবিধ জনকল্যানমূলক কাজের পাশাপাশি বিলেতের স্হানীয় পর্যায়ে বিশেষ ভূমিকা রাখা মানুষদের মূল্যায়ন করে আসছে উল্লেখ করে সাবেক সভাপতি ও সেক্রেটারী এর ধারাবাহিকতা বজায় রাখতে নতুন কমিটির সকলের প্রতি আহ্ববান জানান ।
বিলেতের বিভিন্ন শহর থেকে আগত সংগটনের সদস্যদের সরব উপস্হিতিতে সৌহার্দপূর্ণ এ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সভাপতি আতাউর রহমান, কুটি ফাউন্ডিং সভাপতি সাঈদুর রহমান রেনু, এডভাইজারী বোর্ডের প্রসিডেন্ট এম মান্নান। বক্তারা সংঘঠনের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে সম্প্রতি সংগটনের যে কয়েকজন সদস্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারন করেন।
পরে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এতে নির্বাচন কমিশনার হিসাবে উপস্তিত ছিলেন, কেমডেনের মেয়র সমতা খাতুন ও বিসিএস সাবেক প্রসিডেন্ট এন এ মুনিম।

সংক্ষিপ্ত বক্তব্য কেমডেনের মেয়র সমতা খাতুন বলেন , স্হানীয় কমিউনিটির বিভিন্ন ধরনের কার্যক্রম সহ দেশের বিভিন্ন আর্তসামাজিক কার্যকলাপে এ সংঘটনটি চমৎকার ভূমিকা রাখছে। স্হানীয়ভাবে যে কোন কার্যক্রমে আমার সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বিসিএস সাবেক প্রসিডেন্ট এন এ মুনিম বলেন, বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমাদের সকল সংঘটনগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী প্রজন্মকে সাথে নিয়ে এ সংঘঠনকে এগিয়ে নিতে তিনি আহ্বান জানান।
’দ্বি-বার্ষিক সম্মেলনের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনার এম এ মুনিম নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে ময়নুল ইসলাম, সেক্রেটারী আব্দুল মুকিত ফারুক ও ট্রেজারার ইকবাল হোসেন সাচ্চুর নাম ঘোষনা করেন ।
সংঘঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে সকলের সহযোগীতা নিয়ে সংঘঠনের কার্যক্রমকে আরো বেগবান করার প্রত্যয় ব্যাক্ত করেছেন নতুন কমিটির সভাপতি, সেক্রেটারী ও ট্রেজারার। ৫৯ সদস্য বিশিস্ট নতুন কমিটির বাকী সদস্যদের নাম আগামী ইসি মিটিং এ ঘোষনা করা হবে বলে জানানো হয় ।

কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে ৫৪তম স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত :  ১৫:৪০, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ‍্য জাসদের উদোগে আজ ২৬শে মার্চ ২০২৫ এক ভার্চুয়েল আলোচনা সভার আয়োজন করা হয় । যুক্তরাজ‍্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় সভার শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । উক্ত ভার্চুয়েল সভায় বাংলাদেশ থেকে অংশগ্রহন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সংগ্রামী সভাপতি জননেতা লোকমান আহমদ । তিনি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান । 
 
সভায় বক্তারা তাদের বক্তব‍্যে বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে শত্রু মুক্ত  করতে স্বাধীনতার ডাক দিয়েছিলেন । দীর্ঘ ৯ মাসের মরণপণ রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পাক হানাদার বাহিনীকে যুদ্ধে পরাজিত করে ছিনিয়ে এনেছিল এদেশের স্বাধীনতা । তাই এই স্বাধীনতা কারো দয়ার দান না এবং বাঙ্গালি জাতির এই জন্মের ইতিহাস যে কেউ ইচ্ছা করলেই মুছে ফেলতে পারবেনা। তারা বলেন, দুঃখজনক হলেও সত‍্য যে, যুক্তরাজ‍্য জাসদ যখন স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন করছে, তখন আমাদের বাংলাদেশ রাজনৈতিকভাবে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ আজ ভয়াবহ নেতৃত্ব শূণ‍্যতায় ভুগছে। এ অবস্থায় দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তিকে ঐক‍্যবদ্ধভাবে শক্তিশালী মরণপন আন্দোলনে আত্মনিয়োগ করতে হবে। 
কোন মহল ইচ্ছা করলেই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান ইতিহাস থেকে মুচে ফেলতে পারবেনা। বক্তারা, জাসদ সভাপতি এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনুসহ সারা দেশের সকল জাসদ নেতৃবৃন্দের উপর থেকে মিথ‍্যা মামলা প্রত‍্যাহার করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন‍্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী জানান। 

ভার্চুয়েল সভায় যারা বক্তব‍্য রাখেন তারা হলেন, যুক্তরাজ‍্য জাসদ সভাপতি বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশীদ, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য, আলাউদ্দিন আহমদ মুক্তা, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য শামীম আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, যুক্তরাজ‍্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, যুক্তরাজ‍্য জাসদের প্রচার যোগাযোগ বিষয়ক সম্পাদক এমরান আহমদ, যুক্তরাজ‍্য বাসদ নেতা মোহাম্মদ শওকত, যুক্তরাজ‍্য নারীজোটের আহবায়ক রেহানা বেগম এবং যুক্তরাজ‍্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা বিলকিস মনসুর। -প্রেস বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর