img

‘বুদ্ধিহীন শিশুসুলভ সিদ্ধান্তে হেরেছে পাকিস্তান’

প্রকাশিত :  ০৫:৪৯, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:৫৯, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

‘বুদ্ধিহীন শিশুসুলভ সিদ্ধান্তে হেরেছে পাকিস্তান’

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা প্রস্তুতি সারতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান। তবে সেই প্রস্তুতিতে দলটির ঘাটটিই ফুটে উঠেছে । ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এমন হারের পর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের বুদ্ধিজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।

করাচিতে ডে নাইটে হওয়া ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। যেখানে ব্যাট করে তার দল গুঁটিয়ে যায় মাত্র ২৪২ রানে। যার জবাবে ব্যাট করতে নেমে ২৮ বল ও ৫ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে পাকিস্তান। যা নিয়েই প্রশ্ন তুলেছেন শেহজাদ। তার মতে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ভুল ছিল রিজওয়ানের।

রিজওয়ানের সমালোচনা করে শেহজাদ বলেন, ‘এটি একটি বিস্ময়কর সিদ্ধান্ত ছিল (প্রথমে ব্যাট করা) কারণ আমরা আগের ম্যাচে দেখেছিলাম যে রাতে ব্যাট করার জন্য পিচ আরও ভাল হয়ে যায়। স্পিনারদের জন্য বল পৃষ্ঠে গ্রিপ করে না। তারপরও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল। বুদ্ধিহীন সিদ্ধান্ত, তাদের কোনো ধারণা নেই।’

ম্যাচেও বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে দল। আর ফাইনালে এমন দলের বিপক্ষে ভুল যে হারের কারণ সেটাও জানিয়েছেন শেহজাদ। বলেন, ‘ফাইনালে, আপনি শিশুসুলভ সিদ্ধান্ত নিচ্ছেন… ম্যাচে আপনি অনেক ভুল করছেন। আপনি তখনই জয়ের সুযোগ পাবেন যখন প্রতিপক্ষ সমমানের নিচে পারফর্ম করবে বা তাদের প্রধান খেলোয়াড়রা খেলবে না।’

img

তাইজুলের ৬ উইকেট, শুরুতেই শেষ জিম্বাবুয়ে

প্রকাশিত :  ০৭:২৯, ২৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। আজ সফরকারী দলকে কোনো রান করতে না দিয়েই উইকেট তুলে নেন তাইজুল।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে। 

আজ ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। 

জিম্বাবুয়ে ব্যাটারকে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচ বানান বাঁহাতি স্পিনার। প্রথম আউট দিতে না চাইলেও বাংলাদেশী ফিল্ডারদের কড়া আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার। অর্থাৎ প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট হলো জিম্বাবুয়ে। ৬০ রানে ৬ উইকেট নিয়ে ইনিংসটিকে স্মরণীয় করে রাখলেন তাইজুল।

মুজারাবানি ২ রান করেন। ১৮ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা। 

বাংলাদেশের তাইজুল ২৭ দশমিক ১ ওভার বোলিং করে ৬০ রানে ৬ উইকেট নেন। এছাড়া নাইম হাসান ২টি ও তানজিম হাসান ১টি উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর : 

জিম্বাবুয়ে : ২২৭/১০, ৯০.১ ওভার (উইলিয়ামস ৬৭, ওয়েলচ ৫৪, তাইজুল ৬/৬০)।

খেলাধূলা এর আরও খবর