img

ব্রিটেনের কোথায় কখন ঈদ জামাত

প্রকাশিত :  ২১:৫৫, ০৩ জুন ২০১৯

ব্রিটেনের কোথায় কখন ঈদ জামাত

জনমত ডেস্ক :  মাসব্যাপী সীয়াম সাধনার পর বিশ্ব মুসলিম উম্মাহর দরবারে ঈদের খুশির বার্তা নিয়ে এলো ঈদ। ৪ জুন মঙ্গলবার ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ‘ঈদুল ফিতর’ উদযাপন করা হবে। মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালেশিয়াসহ বিশ্বের কয়েকটি মুসলিম দেশে ঈদের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে মুসলিম প্রধান দেশের শীর্ষ সংবাদ মাধ্যমগুলি। একই সাথে ইউকে হেলাল কমিটি সোমবার বিকাল ৬টায় এক সভার মাধ্যমে এ খবর নিশ্চিত করে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন মসজিদ ও সংস্থা ঈদ জামাতের সময় সূচী ঘোষণা করেছে।
টাওয়ার হ্যামলেট ঈদ ইন দ্যা পার্ক কমিটি (মাইল্যান্ড স্টেডিয়াম): টাওয়ার হ্যামলেটের সবচেয়ে বড় জামাত হবে খোলা আকাশের নিচে মাইল্যান্ড স্টেডিয়ামে। এখানে সকাল সাড়ে ৯ টায় একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে। ঈদ ইন দ্য পার্ক কমিটি এই আয়োজন করেছে ।

ইস্ট লন্ডন মসজিদ: ইংল্যান্ডের সর্ববৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সাড়ে আটটায়, তৃতীয় জামাত সাড়ে নয়টায়, চতুর্থ জামাত সাড়ে দশটায়, পঞ্চম এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ১১ টায় ।
ব্রিকলেন জামে মসজিদ : বাংলা টাউন খ্যাত ব্রিক লেন জামে মসজিদে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৮ টায়, দ্বিতীয় জামাত ৯ টায়, তৃতীয় জামাত দশটায় ।
দারুল উম্মাহ জামে মসজিদ: ঐতিহ্যবাহী দারুল উলুম জামে মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সাতটায়, দ্বিতীয় জামাত আটটায়, তৃতীয় জামাত নয়টায় চতুর্থ ও শেষ জামাত সকাল সাড়ে দশটায় ।
এসায়াতুল ইসলাম ফোর্ড স্কয়ার মসজিদ:
ফোর্ড স্কয়ার আসাদুল ইসলাম মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল ন’টায়, চতুর্থ জামায়াত সকাল দশটায় এবং সর্বশেষ ও পঞ্চম জামাত এগারো টায় ।
রেড কোর্ট মসজিদ : রেড কোর্ট কালচারাল সেন্টার ও মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয় জামাত ৯ টায় চতুর্থ জামাত ১০ টায় এবং সর্বশেষ জামাত এগারো টায় ।
বায়তুল আমান মসজিদ বেথনাল গ্রীন: বায়তুল আমান মসজিদ এন্ড কালচারাল বেথনাল গ্রীন সেন্টারে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৭টা ৪৫, দ্বিতীয় জামাত ৮ টা ৪৫, তৃতীয় জামাত ৯টা ৪৫, চতুর্থ জামাত ১০ টা ৪৫ ।
পপলার মসজিদ: পপলার মসজিদ এবং কালচারাল সেন্টারে ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায় এবং তৃতীয় জামাত দশটায় ।
পপলার মস্ক ও কালচারাল সেন্টার: ৩টি জামাত অনুষ্ঠিত হবে। যথাক্রমে সকাল ৭টা ৩০, ৮টা ৩০, এবং ৯টা ৩০ মিনিটে ।

ইস্টএন্ড ইসলামিক সেন্টার: ইস্টএন্ড ইসলামিক সেন্টার প্লাসেট রোড সেন্ট্রাল মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত হবে সকাল ৬ টা, দ্বিতীয় জামাত ৭:৩০, তৃতীয় জামাত ৯:৩০, এবং শেষ ও চতুর্থ জামাত সকাল সাড়ে দশটায় ।
স্টেপনি শাহজালাল মসজিদ: স্টেপনি শাহজালাল মসজিদে এন্ড কালচারাল সেন্টারে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত হবে ৭টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত হবে ৮টা ৩০ মিনিটে, তৃতীয় জামাত ৯টা ৩০ মিনিটে এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ১০টা ৪৫ মিনিটে। আল হুদা মসজিদ: ৩টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৯টা সকাল ১০টা ও সকাল ১১টায়। শ্যাডওয়েল জামে মসজিদে: ৩টি জামাত যথাক্রমে ৮টা, ৯টা ও ১০টায়।
হাইন্ড গ্রোব মসজিদে ৩টি জামাত যথাক্রমে সকাল ৮ট, ৯টা ও ১০টায়।
বেরি পার্ক মসজিদ লুটন: লুটনের বেরি পার্ক জামে মসজিদে ৩ টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৮টায়’ দ্বিতীয় জামাত সাড়ে ৯ টায় এবং তৃতীয় জামাত সাড়ে দশটায় ।
লন্ডন সেন্ট্রাল মসজিদ মার্লিবন ৫ টি জামাত সকাল ৭টা, ৮টা , ৯টা,১০টা ও ১১টা।
ফিন্সবাড়ি পার্ক মসজিদে ৪টি জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১১টায়।
বেকটন ডিএলআরে পাশের মাঠে একটি জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইলফোর্ডের ভেলন্টাইন পার্কে রেডব্রিজ ইসলামিক কালচারাল সেন্টারের ঈদরে জামায়াত সকাল ৯টা ৪৫ মিনিটে। রয়েল আর্টিলারি গ্যালারি গ্রীনইউচে একটি জামায়াত সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। তাছাড়া ইউরোপের সর্ব বৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বার্মিংহামের স্মলহিথ পার্কে সকাল সাড়ে ৯টায়।

img

শেষ দিনে ভিসার অপেক্ষায় ৩৭ শতাংশ হজযাত্রী

প্রকাশিত :  ১০:৫৯, ১১ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৫৪, ১১ মে ২০২৪

হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার জন্য দ্বিতীয় দফায় আবেদনের জন্য বাড়ানো সময় শেষ হচ্ছে আজ শনিবার।  কিন্তু এখন পর্যন্ত ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি। 

শনিবার সকালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীর ভিসা হয়েছে। এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি।

হজ এজেন্সি মালিক ও ধর্ম মন্ত্রণালয় আশা করছে, শনিবারের মধ্যে বেশিরভাগ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়ে যাবে। অল্প কিছু বাকি থাকলে, সেটাও দু-একদিনের মধ্যে করার জন্য সময় পাওয়া যাবে। তাই ভিসা জটিলতায় কেউ হজে যেতে পারবেন না- এমনটা হওয়ার সুযোগ নেই।

ধর্ম মন্ত্রণালয় এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশনা দিয়েছিল । এরপর সেটি ৭ মে পর্যন্ত বাড়ানো হয়। সবশেষ ভিসা আবেদনের সময় বাড়িয়ে ১১ মে করা হয়। এ সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন ৬ হাজার ৩৯২ জন যাত্রী। এর মধ্যে বৃহস্পতিবার পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে সাতটি ফ্লাইটে সৌদি আরব গেছেন ২ হাজার ৭৬৯ জন যাত্রী। দ্বিতীয় দিন শুক্রবার ৯টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৩ হাজার ৬২৩ জন হজযাত্রী। 

এর মধ্যে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সে চারটি ফ্লাইটে ১ হাজার ৬৬৮ জন, সৌদি এয়ারলাইন্সের ১টি ফ্লাইটে ৪৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সে চারটি ফ্লাইটে ১ হাজার ৫১০ জন সৌদি আরব গেছেন। দুই দিনে তিন বিমান সংস্থার ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৩৯২ হজযাত্রী ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এবারের হজ ব্যবস্থাপনায় যাত্রীদের সেবা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কোনো অভিযোগ ছাড়াই যাত্রীরা ঢাকা ত্যাগ করছেন।

এদিকে বেসরকারিভাবে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে যাদের ভিসা হয়নি তারা উৎকণ্ঠায় রয়েছেন। যদিও ধর্মমন্ত্রী আশ্বস্ত করেছেন ভিসা নিয়ে জটিলতা কেটে যাবে। ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকেই প্রথম দফার বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না করায় দ্বিতীয় দফা সময় বাড়ানো হয়েছে।