img

শ্রীমঙ্গলে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন

প্রকাশিত :  ০৬:৫৫, ০২ মার্চ ২০২৫

শ্রীমঙ্গলে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন

সংগ্রাম দত্ত:  বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান, এ কে এম হাব্দুল হাকিম (সাবেক বিচারপতি সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ) গত ২৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর গ্রামে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেন।

প্রেস কাউন্সিলর চেয়ারম্যানের  সাথে ছিলেন শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

এ সময় তিনি পশুপাখি সেবাশ্রম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

অন্যদিকে শ্রীমঙ্গল উপজেলা শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি ঘরের ভিতর বিছানার উপর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকায় ভুলু কুর্মী নামের এক ব্যক্তির ঘরের ভিতর একটি ঘরগিন্নি সাপ দেখে এবং বিষাক্ত ভেবে বাড়ীর লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে সাপটি উদ্ধার করতে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে সাপটিকে উদ্ধার করেন।

সজল দেব জানান, উদ্ধারকৃত সাপটি নির্বিষ প্রজাতির ঘরগিন্নি সাপ। বাড়ীর লোকজন বিষাক্ত সাপ মনে করেও সাপটিকে না মেরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়ায় তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। পরে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগে হস্তান্তর করা হয়।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশিত :  ০৮:০৮, ২৫ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:১০, ২৫ মার্চ ২০২৫

সিলেট-তামাবিল মহাসড়ক থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।জানা যায়, রোববার সন্ধ্যায় শাহপরান থানার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের খাদিমপাড়া এলাকার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের বাউন্ডারি ওয়ালের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শাহপরান থানার ওসি মো. মনির হোসেন বলেন, মৃত্যুবরণকারী ব্যক্তি ভবঘুরে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তার লাশ দাফন করা হয়েছে।