
হবিগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩৫

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ইজিবাইকে যাত্রী তোলা নিয়ে বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান লাখাই থানার ওসি বন্দে আলী।
ওসি বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ইটপাটকেলে ২০-৩০ জন আহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সেখানে পুলিশ মোতায়েন আছে।
আহতরা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ইফতারের আগে বুল্লা বাজারে ব্যাটারিচালিত ইজিবাইকে (টমটম) যাত্রী তোলা নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া এবং যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
পরে বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ১০ জন আহত হন।
এ ঘটনার জেরে দুপুরে উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পরে আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বন্দে আলী বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।