img

প্রিন্স হ্যারির সঙ্গে ভাবি কেট মিডলটনের ‘গোপনে’ সাক্ষাৎ

প্রকাশিত :  ০৭:৩৩, ০৫ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:৪১, ০৫ মার্চ ২০২৫

প্রিন্স হ্যারির সঙ্গে ভাবি কেট মিডলটনের ‘গোপনে’ সাক্ষাৎ

ভ্যালেন্টাইন্স ডে উইকএন্ডে প্রিন্স হ্যারির ভাই প্রিন্স উইলিয়াম, ভাবি কেট মিডলটন ও তাদের সন্তানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্লোজার ম্যাগাজিনের ঘনিষ্ঠ একটি অভ্যন্তরীণ সূত্র এই তথ্য জানিয়েছে। 

অভ্যন্তরীণ সূত্রের মতে, ‘কয়েক মাস আগে কেট যখন যুক্তরাজ্য ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছিলেন তখন তিনি প্রিন্স হ্যারির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাকে তাদের মুস্টিক আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা জানিয়েছিলেন। ’

সে সময় কেট বলেছিলেন, ‘এটি হ্যারির জন্য তার, উইলিয়াম ও তাদের বাচ্চাদের সঙ্গে সাক্ষাতের ভালো সুযোগ হতে পারে। ’

সূত্র আরও জানিয়েছে, শেষ মুহূর্তে হ্যারি তাড়াহুড়ো করে সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং কেট ও উইলিয়াম যেখানে ছিলেন তার কাছাকাছি তার এক বন্ধুর ভিলায় অবস্থান করেন। 

সূত্র মতে, হ্যারি আসার পরদিন কেট তাকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং যদিও প্রথমে তাকে খুব অস্থির মনে হয়েছিল, তবে বাচ্চাদের সঙ্গে খেলাধুলার পর তাকে বেশ শান্ত দেখাচ্ছিল। তিনি সন্ধ্যা পর্যন্ত সেখানে ছিলেন। 

সামগ্রিকভাবে কেট আশা করেছিল যে এটি তাদের সকলের জন্য সত্যিকার অর্থে কথা বলার এবং বছরের পর বছর ধরে চলে আসা লড়াই সমাধানের সুযোগ হবে। 

অভ্যন্তরীণ সূত্র আরও বলছে, কেট দুই ভাইয়ের কথা বলানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন।  কিন্তু উইলিয়াম বেশি আগ্রহী ছিলেন না। ভাইয়ের প্রতি ‘আস্থা না থাকায়’ তিনি বেশ সতর্ক ছিলেন। 

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত :  ০৫:১২, ১৩ জুন ২০২৫

ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘হারমনি পুরস্কার ২০২৫’ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আজীবন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ জুন) রাতে এই তুলে দেন রাজা তৃতীয় চার্লস। পুরস্কার অনুষ্ঠানের আগে, বাকিংহাম প্যালেসে একান্ত দর্শকদের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান তিনি।
কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ডের উদ্বোধনী বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন। 
এর আগে, ভূষিত করেছেন ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়। তিনি ২০২৪ সালের জুনে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন উদযাপন করতে একটি নতুন পুরস্কার চালু করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ব্রিটিশ কিং চার্লস অধ্যাপক ইউনূসের কাজের অনুরাগী। তার কাজগুলোর মধ্যে রয়েছে, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ, দারিদ্র্য বিমোচনে সামাজিক ব্যবসার প্রচারণা ও সভ্যতাকে আত্ম-ধ্বংস থেকে বাঁচাতে তিন শূন্যের জন্য তার প্রচারণামূলক কাজ।
এর আগে, ৩০ মিনিট ধরে চলা এক বৈঠকে তারা বাংলাদেশের ব্যাপক পরিবর্তন নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা কিং চার্লসকে বাংলাদেশে তার সরকারের নেওয়া সংস্কারমূলক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
এই সাক্ষাৎকে সৌহার্দ্যপূর্ণ বর্ণনা করে শফিকুল আলম বলেন, যেহেতু কিং চার্লস অধ্যাপক ইউনূসকে দীর্ঘদিন ধরে চেনেন, তাই তারা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই পুরো সফরে, আমি বলব এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। 
এর আগে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আগাম অভিনন্দন জানিয়েছেন।
ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দেখা করে অভিনন্দন জানান। এ সময় পুরস্কারের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি বিরাট সম্মানের বিষয়।
এদিকে, বর্তমানে লন্ডনে থাকা সারা কুক বৃহস্পতিবার বলেছেন যে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সন্তুষ্ট।

তিনি তার ভ্যারিফায়েড এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এই সপ্তাহে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পারে অসাধারণ লাগছে।

যুক্তরাজ্য এর আরও খবর