
শ্রীমঙ্গলে ইনক এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সংগ্রাম দত্ত: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাবাসীদের সংগঠন \'শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্\' এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সাড়ে ৬ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল শহরের হোটেল ইছাকী এমোস-এর নীচতলায় সংগঠনের স্থানীয় প্রতিনিধিদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মোস্তাক এলাহি চমন এর সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ রফি আহমেদ চৌধুরী, দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আব্দুর রউফ তালুকদার, সংগঠনের উপদেষ্ঠা সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ, সহ-সভাপতি ঝলক দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইপু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ,ফ,ম আব্দুল হাই ডন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ কাওছার ইকবাল ও আমেরিকা প্রবাসী মুজিবুর রহমান রেনু।
বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মো: আব্দুল কাইয়ূম ও সাইফুউদ্দিন লিটন।
প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের খাদ্যা সামগ্রী সাড়ে ৬শ পরিবারের মাঝে বিতরণ করা হয়।