img

সিরিয়ায় আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৭০

প্রকাশিত :  ০৬:২০, ০৭ মার্চ ২০২৫

সিরিয়ায় আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৭০

সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭০ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন।

আজ শুক্রবার (৭ মার্চ) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত ডিসেম্বরে বাশারের পতনের পর লাতাকিয়া প্রদেশের উপকূলীয় শহর জাবলেহ এবং তার সংলগ্ন গ্রামগুলোতে বর্তমান সরকারের বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ হয়েছে।  

এসওএইচআর বলেছে, সংঘর্ষে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ১৬ জন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে আসাদপন্থী ২৮ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া সংঘর্ষে চারজন বেসামরিক লোক নিহত হয়েছে। 

মুস্তাফা নামে লাতাকিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আসাদ মিলিশিয়ার অবশিষ্ট কয়েকটি দল আমাদের অবস্থান এবং চেকপয়েন্টে আক্রমণ করেছে। তারা জাবলেহ এলাকায় আমাদের অনেক টহলকে লক্ষ্য করে হামলা করেছে। 

হামলার কারণে অনেকে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন বলে জানান তিনি। তবে তিনি হতাহতের সংখ্যা জানাননি। মুস্তাফা জানান, মিলিশিয়াদের নির্মূল করতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হোমসে সিরিয়ান বাহিনী আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ করছে। 

এসওএইচআর জানিয়েছে, সংঘর্ষে নিহত সেনাদের বেশিরভাগই ইদলিবের।

বার্তাসংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সাবেক একজন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। 


img

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রকাশিত :  ০৫:৪৬, ২৫ মার্চ ২০২৫

প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। 
মঙ্গলবার নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কম্পনের জেরে সুনামির কোনও হুমকি আছে কিনা তা মূল্যায়ন করেছে দেশটির দুর্যোগ সংস্থা।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সাউথল্যান্ড এবং ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকা উচিত। কারণ তীব্র এবং অস্বাভাবিক স্রোত বিপদ ডেকে আনতে পারে।
নিউজিল্যান্ডের সাব-অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরে অবস্থিত স্নারেস দ্বীপপুঞ্জের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জিওনেট এক সতর্কতায় জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, পূর্বে এই কম্পনের মাত্রা ৭ বলা হলেও পরে তা কমিয়ে আনা হয় এবং এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ঘটেছে।
প্রসঙ্গত, নিউজিল্যান্ড ভূমিকম্পগতভাবে সক্রিয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশকে ঘিরে রেখেছে।