img

যুক্তরাষ্ট্র প্রবেশে কেন পাকিস্তানি-আফগানিস্তানি নিষিদ্ধ করছেন ট্রাম্প?

প্রকাশিত :  ০৬:৩৪, ০৭ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্র প্রবেশে কেন পাকিস্তানি-আফগানিস্তানি নিষিদ্ধ করছেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন। এর ফলে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার সম্মুখীন হতে পারেন। আগামী সপ্তাহেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

এখন প্রশ্ন উঠেছে, কেন আফগানসহ পাকিস্তানিরা এমন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন।  এই বিষয় সম্পর্কে জ্ঞাত তিনটি সূত্র জানিয়েছে, দেশগুলোর নিরাপত্তা ও যাচাই-বাছাই ঝুঁকির ওপর সরকারি পর্যালোচনার ভিত্তিতে এমন নিষেধাজ্ঞা আসতে পারে।

পরিচয় গোপন রাখার শর্তে ওই তিনটি সূত্র বলেছে, এই নিষেধাজ্ঞার তালিকায় আরও অন্য দেশ থাকতে পারে। তবে এসব দেশের নাম তারা জানেন না। 

২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ট্রাম্পের নতুন এই সিদ্ধান্ত প্রথম মেয়াদের সিদ্ধান্তের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। তবে এটি আরও বিস্তৃত হতে পারে।  

গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন ট্রাম্প। সেইদিনেই শতাধিক নির্বাহী আদেশে সই করে একপ্রকার ঝড় তুলেন তিনি।

রয়টার্স বলছে, ২০ জানুয়ারি এমন একটি একটি নির্বাহী আদেশ জারি করে যেকোনো বিদেশি নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সুরক্ষা যাচাই আরো কঠোর করার নির্দেশ দেন ট্রাম্প।

ওই আদেশে ঝুঁকি বিবেচনায় কোন কোন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া যায় তা ১২ মার্চের মধ্যে তার তালিকা দিতে মন্ত্রিসভার একাধিক সদস্যকে বলা হয়েছে।  

তিনটি সূত্র এবং আরও একটি সূত্র জানিয়েছে, আফগানিস্তানের নাগরিকরা সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় পড়তে যাচ্ছেন। এ ছাড়া তিনটি সূত্র বলেছে,পাকিস্তানও এই তালিকায়  থাকতে পারে। 

রয়টার্স জানিয়েছে, এই উদ্যোগ তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে মার্কিন স্টেট, জাস্টিস এবং হোমল্যান্ড ডিপার্টমেন্ট এবং ডিরেক্টর ফর ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিস।

এদিকে রয়টার্সের এমন খবর চাউর হওয়ার পর পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, তারা সরকারি চ্যানেলের মাধ্যমে এখন পর্যন্ত কোনও তথ্য পাননি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ জানান, তারা আনুষ্ঠানিকভাবে কিছু শুনেননি। তিনি বলেছেন, আমরা খবরে দেখেছি কিন্তু সরকারি চ্যানেলের মাধ্যমে কিছু পাইনি এখনো। সরকারিভাবে কিছু পেলেই আমি মন্তব্য করব। 


img

দুর্ঘটনার কবলে ওমরাহযাত্রী বহনকারী বাস, নিহত ৪২

প্রকাশিত :  ০৬:৪২, ১৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:১০, ১৭ নভেম্বর ২০২৫

সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটিতে থাকা ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। 

আজ সোমবার (১৭ নভেম্বর) সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল।বাংলাদেশি সময় দিবাগত রাত ২টার দিকে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বাসটির বেশিরভাগ যাত্রীই ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে ছিলেন। তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিলেন। 

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন, যার ফলে সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে তারা বেরিয়ে আসার খুব কম সুযোগ পেয়েছেন। 

এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০টি শিশু রয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো সঠিক সংখ্যা যাচাই করছে।

উদ্ধারকারী দলের মতে, বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন ব্যক্তি বেঁচে আছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন।

আন্তর্জাতিক এর আরও খবর