img

সার্জারির টেবিলে পিনাকী ভট্টাচার্য, চাইলেন দোয়া

প্রকাশিত :  ১৫:০৮, ০৭ মার্চ ২০২৫

সার্জারির টেবিলে পিনাকী ভট্টাচার্য, চাইলেন দোয়া

নিজের শরীরে সার্জারির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার (০৭ মার্চ) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।


পোস্টে তিনি লিখেছেন, ‘আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারি হবে জেনারেল এনেস্থেসিয়া দিয়ে। গুরুতর কিছু নয় কিন্তু সার্জারি করাটা জরুরি। আমার শরীরে সেই ১৯৯০ এর পুলিশি নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পরে নানা জায়গায় যন্ত্রণা থাকে। তো এই সার্জারি করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে।’

তিনি লেখেন, ‘আমার ভিডিও হয়তো নিয়মিতই দেওয়া যাবে। রেকর্ড করে দেওয়া আছে গত রাতেই। ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারির পরে। আশা করি হাসপাতাল থেকে দুই তিন দিনেই ছেড়ে দেবে।’

তিনি আরও লেখেন, ‘এনেস্থেসিয়া নেওয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান ফিরে না আসে? মন্দ না। যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছু নাই। পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো। আমি উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত। এই জীবনের বেশির ভাগটাই যন্ত্রণার। খুব সামান্য অংশ আনন্দের। যন্ত্রণাটাই জীবন আর আনন্দটা আপনার উপহার। তবে সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজার করে আনন্দের উপলক্ষ্য দিয়েছেন। অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন আমি কোনোভাবেই যার যোগ্য ছিলাম না।’

পিনাকী লিখেছেন, ‘যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে। আর না ফিরলে মনে রাখবেন পৃথিবী কারও জন্য থেমে থাকে না। শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বলায়ে রাখবেন। ক্ষমতা নয় মজলুমের সঙ্গে থাকবেন, কারণ সত্য থাকে ওইখানেই। ভালো থাকবেন, নির্বিঘ্নে আর আনন্দে থাকবেন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।’


কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে ৫৪তম স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত :  ১৫:৪০, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ‍্য জাসদের উদোগে আজ ২৬শে মার্চ ২০২৫ এক ভার্চুয়েল আলোচনা সভার আয়োজন করা হয় । যুক্তরাজ‍্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় সভার শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । উক্ত ভার্চুয়েল সভায় বাংলাদেশ থেকে অংশগ্রহন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সংগ্রামী সভাপতি জননেতা লোকমান আহমদ । তিনি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান । 
 
সভায় বক্তারা তাদের বক্তব‍্যে বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে শত্রু মুক্ত  করতে স্বাধীনতার ডাক দিয়েছিলেন । দীর্ঘ ৯ মাসের মরণপণ রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পাক হানাদার বাহিনীকে যুদ্ধে পরাজিত করে ছিনিয়ে এনেছিল এদেশের স্বাধীনতা । তাই এই স্বাধীনতা কারো দয়ার দান না এবং বাঙ্গালি জাতির এই জন্মের ইতিহাস যে কেউ ইচ্ছা করলেই মুছে ফেলতে পারবেনা। তারা বলেন, দুঃখজনক হলেও সত‍্য যে, যুক্তরাজ‍্য জাসদ যখন স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন করছে, তখন আমাদের বাংলাদেশ রাজনৈতিকভাবে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ আজ ভয়াবহ নেতৃত্ব শূণ‍্যতায় ভুগছে। এ অবস্থায় দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তিকে ঐক‍্যবদ্ধভাবে শক্তিশালী মরণপন আন্দোলনে আত্মনিয়োগ করতে হবে। 
কোন মহল ইচ্ছা করলেই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান ইতিহাস থেকে মুচে ফেলতে পারবেনা। বক্তারা, জাসদ সভাপতি এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনুসহ সারা দেশের সকল জাসদ নেতৃবৃন্দের উপর থেকে মিথ‍্যা মামলা প্রত‍্যাহার করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন‍্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী জানান। 

ভার্চুয়েল সভায় যারা বক্তব‍্য রাখেন তারা হলেন, যুক্তরাজ‍্য জাসদ সভাপতি বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশীদ, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য, আলাউদ্দিন আহমদ মুক্তা, যুক্তরাজ‍্য জাসদের কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য শামীম আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, যুক্তরাজ‍্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, যুক্তরাজ‍্য জাসদের প্রচার যোগাযোগ বিষয়ক সম্পাদক এমরান আহমদ, যুক্তরাজ‍্য বাসদ নেতা মোহাম্মদ শওকত, যুক্তরাজ‍্য নারীজোটের আহবায়ক রেহানা বেগম এবং যুক্তরাজ‍্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা বিলকিস মনসুর। -প্রেস বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর