img

ভারতের খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত :  ১৮:২২, ০৭ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ১৮:৫৭, ০৭ মার্চ ২০২৫

 ভারতের খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। শাহেদ মিয়া (২৫) ওই যুবকের উপর ভারতীয় খাসিয়ারা গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ এমদাদুল হক।

নিহত শাহেদ কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোসাহিদ মিয়ার ছেলে। তিনি চোরাচালান ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সে দেশের খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান শাহেদ। একপর্যায়ে তাদের গুলিতে নিহত হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে শাহেদসহ আরও কয়েকজন অবৈধভাবে মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করেন। রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় শুক্রবার সকালে পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন শাহেদের গুলিবিদ্ধ মরদেহ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি বাঁশকোনা এলাকার ১৩১৯ নম্বর পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।

শাহেদের পরিবারের দাবি, মরদেহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় বিএসএফের সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে।

স্থানীয়রা বলছেন, ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্য সামগ্রী বহনের জন্য অনেকে ভারতে অনুপ্রবেশ করে থাকেন।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ভারতের অভ্যন্তরে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে জানানো হয়।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশিত :  ০৮:০৮, ২৫ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:১০, ২৫ মার্চ ২০২৫

সিলেট-তামাবিল মহাসড়ক থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।জানা যায়, রোববার সন্ধ্যায় শাহপরান থানার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের খাদিমপাড়া এলাকার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের বাউন্ডারি ওয়ালের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শাহপরান থানার ওসি মো. মনির হোসেন বলেন, মৃত্যুবরণকারী ব্যক্তি ভবঘুরে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তার লাশ দাফন করা হয়েছে।