img

সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২

প্রকাশিত :  ০৮:২০, ১৫ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:২২, ১৫ মার্চ ২০২৫

 সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ২

সুনামগঞ্জ জেলার দিরাইয়ে চলন্ত সিএনজিত চালিত অটোরিকশায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। নিজেকে বাঁচতে কিশোরী সিএনজি থেকে লাফ দিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

তারা হলেন দিরাইয়ের রাজনগর ইউনিয়নের জকিনগর গ্রামের মো. তারা খানের ছেলে মো. ইমন খান (২২) ও আব্দুর রউফের ছেলে মো. মিটু মিয়া (২৫)।

শুক্রবার (১৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দিরাই বাজারে কেনাকাটা করতে যায় ভুক্তভোগী মেয়েটি (১৭)। কেনাকাটা শেষে সন্ধ্যার আগে একটি সিএনজি করে বাড়ি ফেরার সময় ওই গাড়িতে আরও দুজন যুবক উঠেন। পরে গাড়িটি মেয়েটির বাড়ির দিকে না গিয়ে দিরাই-মদনপুর সড়কের দিকে নিয়ে যেতে থাকে। তখন ভুল সড়ক দেখে মেয়েটি গাড়ি থামাতে বলে। কিন্তু গাড়ি না থামিয়ে চলতেই থাকে ও একপর্যায়ে ওই দুই যুবক তার হাত-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি তাদের সঙ্গে ধস্তাধস্তি করে গণিগঞ্জ বাজার এলাকায় গাড়ি থেকে লাফ দেয়। এ সময় চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যাওয়ায় তাঁর এক চোখ, মুখ ও হাত থেঁতলে যায়। পরে মেয়েটিকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর বলেন, ‘ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সদর থেকে। কিছু তথ্য পেয়ে দুজনকে আটক করা হয়েছে, কী ঘটেছে সেটা জানার চেষ্টা করছি।’

ধর্ষণ চেষ্টার বিষয়টি সঠিক কি না প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘হয়তো শ্লীলতাহানি হতে পারে, হাত ধরতে পারে। এখন দুজনকে আটক করা হয়েছে, একজন সিএনজি চালক, অন্যজন যাত্রী। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। খুব স্পর্শকাতর বিষয় হওয়ায় আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ভিকটিম এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে, লিখিত অভিযোগ এখনো করেনি।’

সিলেটের খবর এর আরও খবর

img

দুই মিশন নিয়ে লন্ডনে সাবেক মেয়র আরিফুল

প্রকাশিত :  ০৯:০১, ২৯ এপ্রিল ২০২৫

সিলেটের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী লন্ডনে এসেছেন। হঠাৎ এ সফর নিয়ে চলছে জল্পনাকল্পনা। বিশ্বস্ত সূত্র বলছেন, আরিফুল হক চৌধুরী দুটি মিশন নিয়ে লন্ডনে এসেছেন। প্রথম মিশন হচ্ছে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে যে দায়িত্ব তিনি পেয়েছেন সেটা তিনি গ্রহণ করবেন কি না- এমন সিদ্ধান্তের জন্য তারেক রহমানের মতামত নিতে চান তিনি। তারেক রহমানের সিগন্যাল পেলে তিনি সরকারকে সম্মতি জানাবেন।

দলের শীর্ষ নেতার সঙ্গে দেখা করার পেছনে আরেকটি মিশন হচ্ছে, যদি প্রশাসক হিসেবে দায়িত্ব নেন তাহলে তিনি ভবিষতে এমপি পদে নির্বাচনের সুযোগ পাবেন কি না। কারণ সিলেট-১ আসনে আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন। আরিফুল হকের মূল টার্গেট সংসদ নির্বাচন। তিনি তাই সেটার নিশ্চয়তা চাইবেন তারেক রহমানের কাছে। এ ক্ষেত্রে তিনি সিসিক প্রশাসকের দায়িত্ব ছেড়ে দিতেও রাজি।

গত রবিবার লন্ডন সময় বিকাল ৪টায় তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাজ্য বিএনপির অনেক নেতা-কর্মী তাকে স্বাগত জানান। জানা গেছে, ২/১ দিনের মধ্যেই তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। এদিকে হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, লন্ডনে সবার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এসেছেন। আগামী জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে প্রার্থিতা হওয়া নিয়ে তিনি বলেন, আমাদের মূল টার্গেট নির্বাচনের তফসিল ঘোষণা করা। তারপর দলের সিদ্ধান্তই সবকিছু। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত ১৭ বছরে সিলেটের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। আগামী ২/৩ মাসের মধ্যে গত ফ্যাসিস্ট সরকারের সিলেটে দুর্র্নীতি নিয়ে তথ্য সামনে আনব। এর আগে গত সপ্তাহে ঢাকা দক্ষিণ মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্তের জন্য লন্ডনে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দেশে ফিরে গিয়েই তিনি সম্মতি দেওয়ার পর গতকাল ২৭ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে সরকার গেজেট প্রকাশ করেছে।

সিলেটের খবর এর আরও খবর