img

চুনারুঘাটের বনে ‘বিশ্বের সবচেয়ে বড়’ কাঠবিড়ালি

প্রকাশিত :  ০৭:২৬, ১৭ মার্চ ২০২৫

চুনারুঘাটের বনে ‘বিশ্বের সবচেয়ে বড়’ কাঠবিড়ালি

বিশ্বের সবচেয়ে বড় কাঠবিড়ালি মালয়ান এর দেখা পাওয়া গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম বন হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার  রেমা-কালেঙ্গায়। সম্প্রতি ফটোগ্রাফার শাহেদ আহমেদ কালেঙ্গা বন থেকে এই কাঠবিড়ালির ছবি তুলেন।

এদের ইংরেজিতে নাম Black giant squirrel বা Malayan giant squirrel.বৈজ্ঞানিক নাম Ratufa bicolor. মালয়ান কাঠবিড়ালির দেহের দৈর্ঘ্য মাথাসহ প্রায় ৬০ সেন্টিমিটার। আর লেজ ৬০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।

প্রচলিত আছে বাংলাদেশের শুধুুু একমাত্র চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের বিরল এই প্রাণীর দেখা মিলে। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে অন্য বনেও আছে তবে তা সংখ্যায় এত কম যে খুব সহজে দেখা যায় না।

বাংলাদেশে মোট ৮ প্রজাতির কাঠবিড়াািল আছে তার মধ্যে সব থেকে বড় মালয়ান কাঠবিড়ালি।মালয়ান কাঠবিড়ালিকে বলা হয় বিশ্বের সবচে বড় কাঠবিড়ালি। মালয়ান বড় কাঠবিড়ালি দেখতে সাধারণ কাঠবিড়ালির মত নয়। আকৃতিতে অন্যান্য কাঠবিড়ালির তুলনায় এরা বেশ বড়। বিশাল লম্বা লেজ আর বড় বড় কান দেখলে মনে হতে পারে বানর জাতীয় কিছু। সংকটাপন্ন প্রজাতি এই কাঠবিড়ালির দেখা মিলে রেমা-কালেঙ্গা বনে। আইইউসিএন এই কাঠবিড়ালিকে সংকটাপন্ন প্রজাতি হিসেবে সনাক্ত করেছে। ক্রমাগতভাবে বন ধ্বংস, বনের প্রাকৃতিক প্রতিবেশ ব্যবস্থা বিনষ্ট করা, বনের পুরনো এবং দীর্ঘদেহী বৃক্ষগুলো উজাড়, বনে নতুন করে বসতি স্থাপন, দীর্ঘদিন ধরে বনে বাস করা বিভিন্ন জনগোষ্ঠীর মানুষরা বন্যপ্রাণীদের গোপনে শিকার বা হত্যা করার কারণে মালয়ান কাঠবিড়ালির অস্তিত্ব এখন সংকটের মুখে।

বনের পরিবেশ রক্ষা না করতে পারলে এরা অচিরেই হারিয়ে যাবে। একটি পূর্ণবয়স্ক কাঠবিড়ালি সব মিলিয়ে দেড় মিটারের মত লম্বা এবং প্রায় দুই কেজি ওজন হতে পারে।

এদের মাথা, কান, লেজসহ পৃষ্ঠদেশ কালো বা মেরুন বর্ণের এবং পেটের দিকটা সাদা হয়। গাছের মগডালে ডালপালা ও পাতা দিয়ে বাসা তৈরি করে থাকে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রজনন মৌসুম। বাংলাদেশের পাশাপাশি চীন, নেপাল, ভারত, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালেয়শিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলোর গহিন বনে মালয়ান কাঠবিড়ালির দেখা মেলে। মূলত তৃণভোজী এই কাঠবিড়ালির খাদ্য তালিকায় রয়েছে বুনো ফল, বীজ ও কচি পাতা। কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, রেমা বনটি দেশের দ্বিতীয় বৃহত্তম বন। এ বনের নানা প্রজাতির কাঠবিড়ালির মধ্যে বিরল এবং সবচেয়ে বড় কাঠবিড়ালিটি রেমা কালেঙ্গা বনে রয়েছে। এটি আমাদের জন্য ভাল খবর। এটি অন্য কোন বনে দেখা যায়না।

বৃন্দাবন সরকারি কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দেব বলেন, দেশের ৮ প্রজাতির কাঠবিড়ালির মধ্যে মালয়ান সবচেয়ে বড় কাঠবিড়ালিটি রেমা-কালেঙ্গায় রয়েছে। এতবড় কাঠবিড়ালি এখন সারা বিশ্বেই বিরল। অন্য বনে এদের অবস্থান থাকলেও সাধারনত দেখা যায়না। তবে দেশে একমাত্র রেমা কালেঙ্গা বনে এদের সহজে দেখা মিলে এবং এই বনে এদের অবস্থা ভাল।

তিনি আরো জানান, এই প্রাণীটি প্রাকৃতিক বনেই থাকে, তাই এখনই বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় উদ্যোগী না হলে মালয়ান কাঠবিড়ালি হারিয়ে যাবে আমাদের দেশ থেকে।

সিলেটের খবর এর আরও খবর

img

দুই মিশন নিয়ে লন্ডনে সাবেক মেয়র আরিফুল

প্রকাশিত :  ০৯:০১, ২৯ এপ্রিল ২০২৫

সিলেটের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী লন্ডনে এসেছেন। হঠাৎ এ সফর নিয়ে চলছে জল্পনাকল্পনা। বিশ্বস্ত সূত্র বলছেন, আরিফুল হক চৌধুরী দুটি মিশন নিয়ে লন্ডনে এসেছেন। প্রথম মিশন হচ্ছে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে যে দায়িত্ব তিনি পেয়েছেন সেটা তিনি গ্রহণ করবেন কি না- এমন সিদ্ধান্তের জন্য তারেক রহমানের মতামত নিতে চান তিনি। তারেক রহমানের সিগন্যাল পেলে তিনি সরকারকে সম্মতি জানাবেন।

দলের শীর্ষ নেতার সঙ্গে দেখা করার পেছনে আরেকটি মিশন হচ্ছে, যদি প্রশাসক হিসেবে দায়িত্ব নেন তাহলে তিনি ভবিষতে এমপি পদে নির্বাচনের সুযোগ পাবেন কি না। কারণ সিলেট-১ আসনে আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন। আরিফুল হকের মূল টার্গেট সংসদ নির্বাচন। তিনি তাই সেটার নিশ্চয়তা চাইবেন তারেক রহমানের কাছে। এ ক্ষেত্রে তিনি সিসিক প্রশাসকের দায়িত্ব ছেড়ে দিতেও রাজি।

গত রবিবার লন্ডন সময় বিকাল ৪টায় তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাজ্য বিএনপির অনেক নেতা-কর্মী তাকে স্বাগত জানান। জানা গেছে, ২/১ দিনের মধ্যেই তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। এদিকে হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, লন্ডনে সবার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এসেছেন। আগামী জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে প্রার্থিতা হওয়া নিয়ে তিনি বলেন, আমাদের মূল টার্গেট নির্বাচনের তফসিল ঘোষণা করা। তারপর দলের সিদ্ধান্তই সবকিছু। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত ১৭ বছরে সিলেটের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। আগামী ২/৩ মাসের মধ্যে গত ফ্যাসিস্ট সরকারের সিলেটে দুর্র্নীতি নিয়ে তথ্য সামনে আনব। এর আগে গত সপ্তাহে ঢাকা দক্ষিণ মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্তের জন্য লন্ডনে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দেশে ফিরে গিয়েই তিনি সম্মতি দেওয়ার পর গতকাল ২৭ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে সরকার গেজেট প্রকাশ করেছে।

সিলেটের খবর এর আরও খবর