img

আপত্তিকর মন্তব্যকারীর স্ক্রিনশট পোস্ট করে যা বললেন শবনম ফারিয়া

প্রকাশিত :  ০৭:১৩, ১৯ মার্চ ২০২৫

আপত্তিকর মন্তব্যকারীর স্ক্রিনশট পোস্ট করে যা বললেন শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সবর তিনি। বর্তমানে শোবিজে নিয়মিত না হলেও পাশাপাশি যুক্ত রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠানের সঙ্গে। 

সম্প্রতি সেই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা।

অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে অভিনেত্রীদের। এরমধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াব না। আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।

শবনম ফারিয়ার সরল স্বীকারোক্তির সেই ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক যুবককে। যা অভিনেত্রীসহ নেটিজেনদের দৃষ্টি এড়ায়নি।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে লিখেছেন, ‘গতকাল আমরা অনেকদিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম, সেখানের একটা ক্লিপে দেখা যায়, আমি হাসতে হাসতে বলছি, তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো। যেহেতু তাসকিন আর আমি পূর্ব পরিচিত, একদমই খুনসুটি থেকেই বলা, সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছে।’ 

শবনম ফারিয়া প্রশ্ন ছুঁড়ে দিয়ে লিখেছেন, ‘আচ্ছা একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন্য একটা অচেনা মানুষকে কেন বেশ্যা বা পতিতা মনে হবে? পতিতা মানে কী বুঝেন? যিনি যৌন কর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে। কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার সম্পর্কে জানেন? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন? আপনি অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অব‍গত?’

এরপরই আক্ষেপ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমরা এ ধরনের কমেন্ট প্রায়ই দেখি, বেশির ভাগ সময় ইগনোর করতে হয়। কিন্তু কেন ইগনোর করব? শুধু আপনার হাতে একটা মোবাইল ফোন আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন? নাকি আপনাদের জন্ম যৌনপল্লীতে যে, জন্ম থেকে এসবই দেখে বড় হয়েছেন, তাই যাকে দেখেন সবাইকেই যৌনকর্মী মনে হয়?’

সবশেষ তিনি লিখেছেন, ‘দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কীভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশনে এ কাজ করেন। এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে। এই যদি হয় তার উদাহরণ, আমি নির্বাক।’

এদিকে শবনম ফারিয়ার এই পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সেখানে আপত্তিকর মন্তব্য করা ওই যুবকের সমালোচনা করেছেন সবাই। একইসঙ্গে অনেকেই ওই যুবককে আইনের আওতায় এনে বিচারের দাবিও জানিয়েছেন।


img

বিয়ের আগেই তৃতীয় সন্তানের মা হলেন শ্রীলীলা!

প্রকাশিত :  ০৮:১৫, ২৯ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:৩৮, ২৯ এপ্রিল ২০২৫

যার শরীরী আবেদনে মজেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, ২৩ বছর বয়সি সেই শ্রীলীলা আবারও সুখবর দিয়েছেন তার ভক্তদের। তৃতীয়বারের মতো সন্তান দত্তক নিলেন অবিবাহিত এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যাশিশুর সঙ্গে ছবি শেয়ার করে এমনটা নিজেই জানিয়েছেন ‘পুষ্পা ২’ খ্যাত দক্ষিণী এই অভিনেত্রী।

‘পুষ্পা ২’ খ্যাত দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা বেশ দাপটের সঙ্গে কাজ করে চলছেন বলিউডেও। সম্পর্কের গুঞ্জন রয়েছে বলিউড অভিনেতা কার্তিকের সঙ্গে। এরই মধ্যে তৃতীয় সন্তানের খবর সামনে এলো শোবিজ পাড়ায়।

শ্রীলীলা লেখেন, ‘ঘরে আরও একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমাকে স্বাগত।’ অভিনেত্রীর এই পোস্ট দেখে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

২০২২ সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই গুরু আর শোভিতা নামে দুই শিশুর খোঁজ পান শ্রীলীলা। পরে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মায় তার।

মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরও উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে। এবার ফের এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন শ্রীলীলা। তবে এই কন্যা স্বাভাবিক না বিশেষ ক্ষমতাসম্পন্ন তা জানা যায়নি।

 শ্রীলীলার ব্যক্তিগত জীবন একটু অন্য রকম। বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে তিনি। শোনা যায়, শিল্পপতি সুরপানেনি শুভকর রাওয়ের সঙ্গে মায়ের বিচ্ছেদের পর তার জন্ম হয়। অভিনেত্রী যখন বিনোদন দুনিয়ায় পা রাখেন তখন তার নামের সঙ্গে সুরপানেনির নাম জুড়ে গিয়েছিল। পরে শ্রীলীলা এবং শিল্পপতি উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেন।