img

ধানমন্ডি ৩২-এর ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যা বললেন ন্যান্সি

প্রকাশিত :  ১০:৪০, ২০ মার্চ ২০২৫

ধানমন্ডি ৩২-এর ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যা বললেন ন্যান্সি

গত বছরের আগস্টে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন সরকারপ্রধান। এরপর ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে বাড়িটি এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  

বাড়িটি ভাঙার এক মাস পর সেখানে গিয়ে ছবি তুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (১৯ মার্চ)  রাতে সেই ছবি ফেসবুকে প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন— \'প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।\'  

এর কিছুক্ষণ পরেই আরও একটি পোস্টে ন্যান্সি লেখেন— \'আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।\'  

কিছুদিন আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যান্সি বলেন, \'এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।\'  

 বিএনপি সমর্থক হওয়ায় গত ১৬ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন ন্যান্সি। তিনি জানান, এই দীর্ঘ সময়ে কোনো বড় সাংস্কৃতিক আয়োজনে তাকে দেখা যায়নি। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি নতুনভাবে কাজ শুরু করতে পারছেন বলে জানান।

img

অপু বিশ্বাস-নুসরাত ফারিয়া-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

প্রকাশিত :  ১২:৩৭, ২৯ এপ্রিল ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয়শিল্পীকে।

মামলার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে―সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চার শ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

মামলায় আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

এসব আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আন্দোলনে অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।