
লোহাগড়ায় নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে নবগঙ্গা নদীর পানিতে ডুবে আয়শা (১০) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সাথীদের নিয়ে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে মৃত্যুবরণ করে কিশোরী আয়শা।
প্রতক্ষদর্শি সূত্রে জানা গেছে, আয়শা কিশোরগঞ্জ জেলার রফিক শেখের মেয়ে। মৃত আয়শার বাবা রফিকুল ইসলাম ও মা শিল্পী বেগম উভয় সৌদি প্রবাসী। আয়শার মা, বাবা প্রবাসে থাকার কারনে ছোট বেলা থেকে পাচুড়িয়া গ্রামের খালু আব্দুল মান্নান শেখের বাড়িতে খালার কাছে লালিত পালিত হয়। আয়শা পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। খেলার সাথীদের নিয়ে নবগঙ্গা নদীতে গোসেল করতে গেলে এক পর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যায়। সাথীদের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন এসে তাকে নদী থেকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ খালেদ সাইফুল্লাহ বেলাল মৃত বলে ঘোষনা করেন।
এঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।