img

‘মিশন মুন্সিগঞ্জ’ নিয়ে ঈদে আসছেন ভাবনা

প্রকাশিত :  ০৮:১৪, ২২ মার্চ ২০২৫

‘মিশন মুন্সিগঞ্জ’ নিয়ে ঈদে আসছেন ভাবনা

এবারের ঈদে আসছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকুর’ নতুন সিজন। অনিমেষ আইচ নির্মাণ করেছেন এটি। নির্মাতা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার-টু’। এতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। 

ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে এর প্রথম পর্ব। এবারের সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জ’। ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে এটি উপভোগ করবেন দর্শক।

এর গল্পে দেখা যাবে- দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় খুন হন উকিল, দ্বিতীয় খুন হয় লালমনিরহাটে একজন চিকিৎসক। ফেনীতে তৃতীয় খুন হয় একজন রাজনীতিবিদ। আর এই তিনজনই এক সময় মুন্সীগঞ্জে ছিলেন। এসব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সীগঞ্জ। এভাবেই গল্পটি এগিয়ে চলে।

ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। তিনি বলেন, ‘ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে, আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তা ভাবনাগুলো বদলায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।’

‘মিশন মুন্সিগঞ্জ’-এ আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। 

উল্লেখ্য, এই ঈদে ভাবনা অভিনীত একটি শর্টফিল্মও মুক্তি পাবে। দুটি সিনেমার কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রাইসুল ইসলাম অনিকের ‌‘চারুলতা’র ঘোষণা এসেছে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘যাপিত জীবন’ কান উৎসবের জন্য জমা দেওয়া হয়েছে। এছাড়া নেপাল, ক্রোয়েশিয়াসহ বিভিন্ন দেশের আরো চারটি উৎসবে সিনেমাটি পাঠানো হয়েছে। এসব উৎসব থেকে ঘুরে আসার পর দেশে মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

img

অপু বিশ্বাস-নুসরাত ফারিয়া-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

প্রকাশিত :  ১২:৩৭, ২৯ এপ্রিল ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয়শিল্পীকে।

মামলার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে―সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চার শ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

মামলায় আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

এসব আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আন্দোলনে অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।