img

এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

প্রকাশিত :  ০৬:৩১, ২৫ মার্চ ২০২৫

এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে আসছেন । ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। কনসার্টটির আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান আইমার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি। এবার আয়োজনটি আরও বড় পরিসরে করছি। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কজন সংগীতশিল্পী যুক্ত হবেন। শিগগির টিকিটের বিস্তারিতসহ সব জানানো হবে।’

২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাকের সুযোগ পান আইমা। প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি।

‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান এ গায়িকা। এ ছাড়া ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’ ইত্যাদি সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন আইমা।

কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯ তিন মৌসুমে গান গেয়েছেন আইমা। এ ছাড়া ২০২২ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৭ম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন আইমা।

img

বিয়ের আগেই তৃতীয় সন্তানের মা হলেন শ্রীলীলা!

প্রকাশিত :  ০৮:১৫, ২৯ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:৩৮, ২৯ এপ্রিল ২০২৫

যার শরীরী আবেদনে মজেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, ২৩ বছর বয়সি সেই শ্রীলীলা আবারও সুখবর দিয়েছেন তার ভক্তদের। তৃতীয়বারের মতো সন্তান দত্তক নিলেন অবিবাহিত এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যাশিশুর সঙ্গে ছবি শেয়ার করে এমনটা নিজেই জানিয়েছেন ‘পুষ্পা ২’ খ্যাত দক্ষিণী এই অভিনেত্রী।

‘পুষ্পা ২’ খ্যাত দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা বেশ দাপটের সঙ্গে কাজ করে চলছেন বলিউডেও। সম্পর্কের গুঞ্জন রয়েছে বলিউড অভিনেতা কার্তিকের সঙ্গে। এরই মধ্যে তৃতীয় সন্তানের খবর সামনে এলো শোবিজ পাড়ায়।

শ্রীলীলা লেখেন, ‘ঘরে আরও একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমাকে স্বাগত।’ অভিনেত্রীর এই পোস্ট দেখে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

২০২২ সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই গুরু আর শোভিতা নামে দুই শিশুর খোঁজ পান শ্রীলীলা। পরে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মায় তার।

মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরও উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে। এবার ফের এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন শ্রীলীলা। তবে এই কন্যা স্বাভাবিক না বিশেষ ক্ষমতাসম্পন্ন তা জানা যায়নি।

 শ্রীলীলার ব্যক্তিগত জীবন একটু অন্য রকম। বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে তিনি। শোনা যায়, শিল্পপতি সুরপানেনি শুভকর রাওয়ের সঙ্গে মায়ের বিচ্ছেদের পর তার জন্ম হয়। অভিনেত্রী যখন বিনোদন দুনিয়ায় পা রাখেন তখন তার নামের সঙ্গে সুরপানেনির নাম জুড়ে গিয়েছিল। পরে শ্রীলীলা এবং শিল্পপতি উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেন।