img

'মানুষ বুঝতে পারে, আমার লজ্জা বলে কিছু নেই'

প্রকাশিত :  ০৭:২২, ২৬ এপ্রিল ২০২৫

'মানুষ বুঝতে পারে, আমার লজ্জা বলে কিছু নেই'

একটা সময় সিনেমায় ঝড় তুলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান । বিশেষ করে তার অভিনীত ‘ডার্টি পিকচার’ সিনেমা নিয়ে ছিল সেই সময়ে নানা আলোচনা-সমালোচনা। সেই সিনেমাতে বিশেষ করে তার উষ্ণ অবতার, বোল্ড লুক ও আইটেম গানের নাচগুলো নিয়ে ছিল বিস্তর গুঞ্জন।

শাড়িই তার ‘সিগনেচার’। রেডকার্পেটেও বারবার শাড়িতেই দেখা গেছে অভিনেত্রীকে। এবং সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই নিজ হাতে বদলে দিয়েছেন বলিউডের ফ্যাশন সেন্সকে। দীর্ঘদিন পর তার চেহারাতেও এসেছে পরিবর্তন। কিন্তু একসময় তিনিও চেয়েছিলেন টিপিক্যাল বলিউড ডিভাদের মতো দেখাতে। শরীরে আঁটসাঁট পোশাক পরতেন। কিন্তু সেসব তার মানাত না, আয়নায় অদ্ভুত লাগত বলে নিজেকে জানান এমনটি।

বিদ্যা বালান বলেন, আমার সামনে চয়েসই ছিল না। ওই সব পোশাকে আমি ফিট হতাম না। আমি বুঝে গিয়েছিলাম, হয়তো সারাজীবন অন্যের মতো হওয়ার চেষ্টা করব, নয়তো নিজের মতো করে থাকব।

খোলামেলা থাকার প্রসঙ্গে মজা করেই অভিনেত্রী একবার বলেছিলেন, আমি যা পরতে ভালোবাসি, তাই পরি। তিনি বলেন, যা ইচ্ছ করে করি। আমি স্বাধীন। আমি মুক্ত। 

অভিনেত্রী বলেন, মানুষ আমার খোলামেলা পোশাক নিয়েও প্রশংসা করে। কারণ তারাও তখন বুঝতে পারে যে, আমার লজ্জা বলে কিছু নেই।


img

বলিউডে এসেই ঝড় তোলা কে এই শানায়া কাপুর

প্রকাশিত :  ১০:০৩, ১৩ জুলাই ২০২৫

শানায়া কাপুর, বলিউডে স্টারকিডদের ভিড়ে আরেকটি নতুন নাম। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের এ তনয়া।

শানায়া শুধু অভিনয়েই নয়, স্টাইল ও গ্ল্যামারের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছেন । 

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, যদিও সিনেমার পর্দায় আত্মপ্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এখন বলিউডে পা রেখে নিজের যোগ্যতা প্রমাণে নেমে পড়েছেন তিনি।

শানায়ার বেড়ে ওঠা একেবারে ফিল্মি আবহে। পরিবারের বেশিরভাগ সদস্যই জড়িয়ে আছেন অভিনয় পেশার সঙ্গে। 

তবে স্টারকিড তকমা নয়, নিজের পরিচয়েই বলিউডে জায়গা করে নিতে চান শানায়া। ফ্যাশন সেন্স, আত্মবিশ্বাস আর কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে আরও মজবুত করে তুলছেন এই উঠতি অভিনেত্রী।

‘আঁখোঁ কী গুস্তাখিয়া’-তে শানায়ার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এটি পরিচালনা করেছেন সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিওস এবং মিনি ফিল্মস।