
বুধবারি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বুধবারি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটির সভা ১লা মে বৃহস্পতিবার ২০২৫ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ গোলজার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের পরিচালনায় সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ নশির উদ্দীন।
প্রবাসী এই সংগঠনটি বুধবারীবাজার ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালন করছে। ইতিমধ্যে এই সংগঠনটি এই ইউনিয়নে ১৩টি অসহায় পরিবারকে মাথা গোজার ঠাঁই ১৩টি ঘর তৈরী করে দিয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে লন্ডনের সকল সদস্যদের উপস্থিতিতে আগামী ১৩ ই মে ২০২৫ তারিখে এপ্রিসিয়েশন ডিনার ও ঈদ পুনর্মিলনী অনুস্টান আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বুধবারী বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা কমিটির উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হয়।
ঈদ পুনর্মিলনী ও এপ্রিসিয়েশন ডিনার অনুস্টান সফল করার লক্ষ্যে সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং বুধবারীবাজার ইউনিয়নের সকল মুরববীয়ান ও যুবসমাজকে আগামী ১৩ মে মংলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় (13th of May 2025 Tuesday 6.30pm) লন্ডন এন্টার প্রাইজ একাডেমী 81-91 কমার্শীয়াল রোড-এ উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হয়। বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সামাজিক সেবা ও উন্নয়নের জন্য তার অঙ্গীকারকে আরও শক্তিশালী করা ও সকলের ঐক্য ও অগ্রগতি নিশ্চিত করার জন্য এই অনুস্টানের আয়োজন করা হচ্ছে।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন জয়নাল আবেদিন জয়নুল, ইকবাল হোসেন, রফিক উদ্দিন মাসুক, আব্দুল গনি, নুনু মোহাম্মদ শেখ, আবদুল ওদুদ, হেলাল উদ্দিন, সালেহ আহমেদ, জামাল উদ্দিন, কবির আহমেদ বাদশা, আলতাফ হোসেন, তাজ উদ্দিন, মিসবাহ উদ্দিন, কবির আহমেদ আনসারি প্রমুখ।
অনুস্টানে সাবেক সাধারণ সম্পাদক কয়েস আহমেদ রুহেলের দ্রুত আরোগ্য কামনা করে মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।