img

ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার: ড. ইউনুসের নেতৃত্বে আগামী মাসেই শুরু হচ্ছে স্বপ্নযাত্রা!

প্রকাশিত :  ০৫:২৫, ০৫ মে ২০২৫

ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার: ড. ইউনুসের নেতৃত্বে আগামী মাসেই শুরু হচ্ছে স্বপ্নযাত্রা!

রেজুয়ান আহম্মেদ 

অনেক দিন পর আজ এমন একটি কথা বলার সাহস করছি—বাংলাদেশের শেয়ার বাজারে সত্যিই সুদিনের আভাস মিলছে! দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভের গ্লানিময় পরিবেশে যখন বিনিয়োগকারীরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন, ঠিক তখনই নিরবে-নিভৃতে শুরু হয়ে গেছে এক ইতিবাচক পরিবর্তনের সূচনা। অর্থনীতির বাতিঘর হিসেবে পরিচিত এই বাজারকে ঘিরে যে নীরব গুঞ্জন উঠেছে, তা বিনিয়োগ মহলে আশাবাদের নতুন হাওয়া বইয়ে দিয়েছে।

বিশ্বজুড়ে সম্মানিত নোবেল বিজয়ী ও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস—যিনি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী—চুপচাপ কাজ করে যাচ্ছেন এই বাজারকে পুনরুজ্জীবিত করতে। তাঁর মতো একজন নেতার উপস্থিতিতেই সরকার প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে শক্ত ভিত গড়ে তোলার প্রচেষ্টা চলছে।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) নিশ্চিত করেছেন যে আগামী এক-দুই মাসের মধ্যেই বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ। শুধুমাত্র রপ্তানি বা তৈরি পোশাক খাতে নয়, এই বিনিয়োগ বিস্তৃত হবে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, নির্মাণ এবং পুঁজিবাজারেও। এর ফলে বাজারে ফিরবে প্রাণ, এবং পুনর্গঠিত হবে বিনিয়োগকারীদের হারানো আস্থা।

তাঁরা আরও জানিয়েছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এক নতুন অর্থনৈতিক দিগন্তের দিকে। শেয়ারবাজারের সূচক বেড়ে যেতে পারে দুই থেকে তিন হাজার পয়েন্ট পর্যন্ত, এবং দৈনিক লেনদেন ছুঁতে পারে তিন হাজার কোটি টাকা—যা গত এক দশকে অত্যন্ত বিরল ঘটনা। এই পরিসংখ্যান শুনে অনেকের মনে হতে পারে, “এ তো স্বপ্ন!” কিন্তু বাস্তবতা আমাদের চোখের সামনেই ধীরে ধীরে রূপ নিচ্ছে।

তবে মনে রাখতে হবে—শেয়ারবাজারে রাতারাতি পরিবর্তন আসে না। এখানে প্রয়োজন সময় ও ধৈর্য। যারা এখন থেকেই সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, ভবিষ্যতে তাঁরাই সাফল্যের মুখ দেখবেন।

শেয়ারবাজার কেবল হিসাব-নিকাশের জায়গা নয়, এটি একপ্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। গুজবে কান দিলে বা আতঙ্কে ভুগলে টিকে থাকা কঠিন। সঠিক তথ্য, বাস্তবভিত্তিক বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাই একজন বিনিয়োগকারীর প্রধান অস্ত্র।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি অনেকটাই ২০১০-পরবর্তী সময়ের মতো। তবে পার্থক্য হলো—এবার নেতৃত্বে রয়েছেন ড. ইউনুসের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন কৌশলী, যিনি বিশ্বাসযোগ্যতার প্রতীক। তিনি কেবল একজন অর্থনীতিবিদ নন, বরং এক দূরদর্শী পথপ্রদর্শকও।

ইতোমধ্যেই দেশে নতুন আইপিও (IPO) নিয়ে আলোচনার ঝড় উঠেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় সংস্কার ত্বরান্বিত হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এই পরিবর্তনের অংশ হতে হলে ছোট-বড় সব বিনিয়োগকারীকেই নিতে হবে সঠিক প্রস্তুতি। সময়োচিত সিদ্ধান্তই এই সুযোগকে সফলতায় রূপ দিতে পারে।

বিনিয়োগকারীদের জন্য জরুরি পরামর্শ:

১. গুজবে কান নয়, নির্ভরযোগ্য তথ্যই ভরসা: ফেসবুক-ইউটিউবের ভিত্তিহীন বিশ্লেষণ এড়িয়ে চলুন, প্রতিষ্ঠিত মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করুন।

২. দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি: আজ কিনে কাল বিক্রি নয়; সম্ভাবনাময় কোম্পানিতে স্থায়ী বিনিয়োগে মনোনিবেশ করুন।

৩. বিনিয়োগে বৈচিত্র্য আনুন: একটি খাতে সব টাকা না ঢেলে তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং ও অবকাঠামো খাতে বিনিয়োগ করুন।

৪. সরকারের প্রতি আস্থা রাখুন: অন্তর্বর্তীকালীন সরকারের নীরব প্রচেষ্টার ইতিবাচক ফল খুব শিগগিরই দৃশ্যমান হবে।

৫. ধৈর্য ধরুন: হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন—সময়মতো ফল অবশ্যই মিলবে।

বাংলাদেশ আজ এক নতুন অভিযাত্রায় পা রেখেছে। আর এই যাত্রার নেতৃত্বে রয়েছেন ড. মুহাম্মদ ইউনুসের মতো দূরদর্শী নেতা, যার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। শেয়ারবাজার কেবল মুনাফার মাধ্যম নয়, এটি জাতির অর্থনৈতিক স্বপ্নপূরণের একটি হাতিয়ার। আর সেই স্বপ্নই এবার বাস্তবায়নের পথে।

যারা তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও ধৈর্যের সঙ্গে এগোবেন, তারাই হবেন আগামীর সফল বিনিয়োগকারী।

সুতরাং এখনই সময় আস্থা রাখার, প্রস্তুত হওয়ার ও সাহস নিয়ে এগিয়ে যাওয়ার। কারণ, “ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার—এটাই বাংলাদেশের উন্নয়নের নতুন অধ্যায়!”



রেজুয়ান আহম্মেদ: লেখক, বিশ্লেষক; সম্পাদক অর্থনীতি ডটকম।

অর্থনীতি এর আরও খবর

img

শেয়ারবাজারে কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত :  ১৪:৫০, ১৭ জুন ২০২৫

শেয়ারবাজার থেকে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার বাদি দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। 

এ মামলার প্রধান আসামি সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক ও শেয়ার বাজারের আলোচিত ব্যক্তি মো. আবুল খায়ের (হিরু)। দ্বিতীয় আসামি সাকিব আল হাসান। অন্যান্য আসামিরা হলেন- কাজি সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে দ্রুত আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে শেয়ারবাজারে প্রচলিত আইন ও বিধি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ১৭ ধারা) লঙ্ঘন করেছেন।

তারা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিও একাউন্টে অবৈধভাবে সিরিজ ট্রানজেকশন,  প্রতারণামূলক একটিভ ট্রাডিং, গেম্বলিং, ও স্পেকুলেশন-এর মাধ্যমে শেয়ারবাজারে কৃত্রিমভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বৃদ্ধি করে বাজারে কারসাজি করেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারান।

এই পদ্ধতিতে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়, যা ‘অপরাধলব্ধ অর্থ’ হিসেবে সংজ্ঞায়িত। এর মধ্যে আবুল খায়ের (হিরু) তার স্ত্রী কাজি সাদিয়া হাসানের সহায়তায় ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার উৎস গোপন করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন।

এছাড়া তার নামে পরিচালিত ১৭টি ব্যাংক একাউন্টে মোট ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদক জানায়, আসামি মো. আবুল খায়ের (হিরু) কর্তৃক শেয়ার বাজারে কারসাজিকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লি., ক্রিস্টাল ইন্স্যুরেন্স লি. এবং সোনালী পেপারস লি.-এর শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে সাকিব মার্কেট ম্যানুপুলেশনে সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে শেয়ার বাজার থেকে আত্মসাৎ করেন।

দুদক জানায়, শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় কমিশনের অনুমোদনক্রমে আসামিদের বিরুদ্ধে  ২০১২ এর ৪ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/১২০(বি)/১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দুদক জানিয়েছে, তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।