
শ্রীমঙ্গলে দাড়াশ সাপ উদ্ধার

প্রতিনিধি শ্রীমঙ্গল: চারিদিকে চা বাগান পাহাড় ও পর্যটন নগরী শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি দাড়াশ সাপ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১ লা মে) শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার চা-পাতার গোডাউন এ একটি সাপ ঘরের ভিতরে ডুকে যায় দোকানের লোকজন ওই সাপকে কোবরা সাপ ভেবে মেরে ফেলার জন্য প্রস্ততি নিচ্ছেলেন,তখন সাপটি ভয় পেয়ে নারিকেল গাছে ভিতরে চলে যায়।পরবতর্তীতে ওইখানে মামুন আহমদ নামক একজন ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এ খবর দিলে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ সাপটি দেখে নিশ্চিত করেন সাপটির নাম দাড়াশ সাপ। পরবর্তীতে দাড়াশ সাপকে উদ্ধার করে নিয়ে আসা হয় ও বনবিভাগ এর কাছে হস্তান্তর করা হয়। দাড়াশ সাপ হল কৃষকের বন্ধু। খাদ্যের অভাব এ সাপ লোকালয় এ চলে আসে।