img

যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হাসিব মামুনকে লন্ডনে সম্মাননা প্রদান

প্রকাশিত :  ১৯:৩৯, ০৮ মে ২০২৫

যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হাসিব মামুনকে লন্ডনে সম্মাননা প্রদান

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। উক্ত সম্মাননা প্রদান  অনুষ্ঠান সোমবার (২১শে এপ্রিল) পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। 

দেশ বিদেশে আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষ করে মানব কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গোলাপগঞ্জের কৃতিসন্তান, যুক্তরাষ্ট্রত জালালাবাদ এসোসিয়শনের সাধারন সম্পাদক সম্পাদক আব্দুল হাসিব মামুন কে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উক্ত অনুস্টানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ, নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, হারো কাউন্সিলের মেয়র সেলিম চৌধুরী, বার্কিং ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরি, কাউন্সিলর কামরুল হাসান মুন্না, কাউন্সিলর ফারুক মাহফুজ, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রকিব, সাংবাদিক আব্দুল মতিন,লেখক গবেষক ফারুক আহমেদ, সাংবাদিক, লেখক ও সংগঠক মো:  আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সানরাইজ রেডিওর পরিচালক মিসবাহ জামাল, গোলাপগজ্ঞ এডুকেশন ট্রাস্ট ইউকে সেক্রেটারির আব্দুল বাছির, গোলাপগজ্ঞ হ্যাল্পিং হেন্ড এর প্রতিষ্ঠাতা সভাপতি সাহেদ আহমেদ সাদ, সংগঠনের উপদেষ্টা ফারুক আলী, সেলিম আহমেদ খান, দেওয়ান নজরুল ইসলাম, সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল বারী নাছির, আমিনুল হক জিলু, শাফি মোহাম্মদ আব্দুর রউফ, সহ সভাপতি হেলাল উদ্দিন, ইকবাল আহমদ চৌধুরী, আবুল ওয়াদুদ, হুমায়ূন কবির চৌধুরী একলিম, ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হুদা খান, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, সহ কোষাধ্যক্ষ কামরুজ্জামান চাকলাদার, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আলম চৌধুরী, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাজমিন আক্তার, ইসি সদস্য তমিজুর রহমান রঞ্জু, আব্দুল আহাদ কয়েছ, মকছুছ আহমেদ জোয়ারদার, মিছবাহ মাছুম প্রমুখ। 

আব্দুল হাসিব মামুন ১৯৬৫ সালের জানুয়ারি মাসে গোলাপগন্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের নিমাদল গ্রামে এক মুসলিম সম্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট সালিসি ব্যাক্তিত্ব মরহুম আব্দুল মতিন জোয়ারদার, মা লুৎফা খানম জোয়ারদার। নিজ গ্রামের স্কুল কুতুবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে আত্বহারিয়া দ্বিপাক্ষিক হাই স্কুল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিক্ষায় অংশগ্রহণ করে অত্যন্ত সুনামের সহিত উক্তীর্ন হন। মাধ্যমিক শেষ করে জনাব মামুন উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হন সিলেট এম সি কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি অর্জন করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেন।  জনাব মামুন স্কুল জীবনেই বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন । তৎকালীন সিলেট জেলা ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা হিসাবে তিনি এম সি কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দেশের প্রতিটি গনতান্ত্ৰিক আন্দোলনে সামনের সারীথেকেই নেতৃত্ব দিয়েছেন। তারপর হঠাৎ একদিন জীবন এবং সময়ের প্রয়োজনে পাড়ি জমান সুদুর যুক্তরাষ্ট্রে। কাজ পাগল মানুষ জনাব মামুন সেখানে গিয়েও রাজনীতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছেন। জনাব মামুন যুক্তরাষ্ট্রে সৰ্ববৃহত সংগঠন জালালাবাদ এসোসিয়শনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হন। নিজ উপজেলার মানুষের সাথে যোগাযোগ বাড়াতে জনাব মামুন যুক্তরাষ্ট্রে প্রতিষ্টা করেন গোলাপগন্জ সোসাইটি যার প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক/ এবং পরে সভাপতির দায়িত্ব পালন করেন।  জনাব মামুন যুক্তরাষ্ট্রে সিলেট ডিস্ট্রিক্ট সোসাইটি নামের বৃহৎ সামাজিক সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে জনাব মামুন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।  ব্যাক্তিগত জীবনে জনাব মামুন দুইজন কন্যা সন্তানের গর্বিত পিতা।

কমিউনিটি এর আরও খবর

img

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে ব্রিটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন

প্রকাশিত :  ১৬:৫৬, ১৭ জুন ২০২৫

কার্ডিফ থেকে সাজেল আহমেদ: হালাল খাবার হলো সেই সব খাদ্য, যা কোরআন ও হাদিসে নিষিদ্ধ করা হয়নি এবং যা পবিত্র ও উপকারী। গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল শহর  ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফে-বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের মতো গত ১৪ জুন ( শনিবার) ও ১৫ জুন (রোববার) দু\'দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫।

মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে তৃতীয়  বছরের মতো এবারকার চমৎকার  আয়োজনে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলার মূল আয়োজক ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর, ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তান সাজ হারিছ মেলা সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই  উৎসব শুধু খাবারের স্বাদ নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনও দৃঢ় করেছে। 

আগামী বছর ও এই আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্বের বৃহত্তম হালাল খাবার উৎসব যুব সংগঠক সাজ হারিছ এর  টিমের সাবিক ব্যাবস্থাপনায় আয়োজিত এই হালাল উৎসবটি শুধু বাংলাদেশ ও মুসলিম কমিউনিটি নয়, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ হালাল খাবারের স্বাদ নেওয়া সহ সব কমিউনিটিকে একত্র হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন বলে উল্লেখ করে এই সব ইভেন্টে আগামীতেও কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন বলে অভিমত ব্যাক্ত করেছেন। 

উল্লেখ্য যে, বিগ -হালাল ফুড  ফেস্টিভ্যাল হলো ব্রিটেনের কার্ডিফের একটি বার্ষিক খাদ্য উৎসব, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক হালাল রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং শেফদের তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংস্কৃতির হালাল ডিশ যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান কুজিন, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশীয়, উত্তর আফ্রিকান এবং কানাডিয়ান ফিউজন  হালাল খাবারের প্রেমিকরা একত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্নার স্বাদ উপভোগ করেন।

এছাড়াও মেলায় রকমারী স্টলের পাশাপাশি পারিবারিক বন্ধনের সুযোগসহ শিশুদের জন্য গেমস ও ক্রিয়েটিভ ওয়ার্কশপ, হস্তশিল্প ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী সহ এই ফেস্টিভ্যালের একটি অংশ দান ও স্থানীয় চ্যারিটিকে সমর্থন করে। অনেক সময় ফুড ড্রাইভ বা অনাথ আশ্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। 


কমিউনিটি এর আরও খবর