img

আজমিরীগঞ্জে পুর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত :  ১০:৫৩, ০৯ মে ২০২৫

আজমিরীগঞ্জে পুর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।  

বৃহস্পতিবার ( ৮ মে)  দুপুর আনুমানিক ১২ টায় উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজান পাড়ার রাজাহাটী গ্রামের জজ মিয়া ও বাঁশহাটিয়া গ্রামের মুজিবর রহমান ওরফে মজু মেম্বার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘঠণা ঘটে। আহতরা হলেন, রিপন মিয়া (৩০),তারেক মিয়া (১৯),ফারুক মিয়া (২৮), মাসুম (১৮), কামরান (১৫), খোকন (২৮), হান্নান(৫৫) , সইফুল (২০), হালিম (১৯), টেনু মিয়া (৫০), আক্তার নেছা (৩০), নুরুল আমিন (৩৮), আমজাদ (১৮), শিরন মিয়া (১৫), তাজত নেছা (৪০), জজ মিয়া (৪৭), সোনিয়া (২২), সোহেল মিয়া (৩৬), গিয়াস উদ্দিন (৬০), মনির মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত মাসখানেক পুর্বে মজু মেম্বারের ভাতিজাকে জজ মিয়ার লোকজন মহিষ চুরির বিষয় নিয়ে আটক করে থানায় দেয়। বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় সালিশে নিষ্পত্তিও করা হয়৷

এরই জের ধরে গত মঙ্গলবার মজু মেম্বারের লোকজন জজ মিয়ার পক্ষের একজনকে মারধোর করে। এর পরদিন বুধবার জজ মিয়ার লোকজন মজু মেম্বারের একজনকে ধান শুকানোর মাঠে মারধোর করে৷ বিষয়টি নিয়ে বুধবার রাতে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কযেককটি বাড়িঘর ভাঙ্গচুর করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় যেন সংঘর্ষের পুনরাবৃত্তি না হয় সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চা দিতে দেরি করায় রেস্টুরেন্টকর্মীকে হত্যা

প্রকাশিত :  ১০:৫০, ১৩ জুলাই ২০২৫

চা দিতে দেরি করায় সিলেটে রেস্টুরেন্টের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রেস্টুরেন্টে চা দেয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে তাকে খুন করা হয় বলে জানা গেছে।

আজ রোববার (১৩ জুলাই) সকালে নগরের কাজির বাজার এলাকায় রুমন (২২) নামের ওই তরুণকে খুন করা হয়।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারের মাছ বাজারের পাশের একটি রেস্টুরেন্টে ঢুকেন। এসময় চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে রুমনের উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছ সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


সিলেটের খবর এর আরও খবর