img

আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপে, পুরোনো তথ্য চলে যাবে ‘টিমস’-এ

প্রকাশিত :  ০৮:০৫, ১১ মে ২০২৫

আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপে, পুরোনো তথ্য চলে যাবে ‘টিমস’-এ

স্কাইপে এক সময় অনলাইন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল। কিন্তু সময়ের সাথে সাথে জনপ্রিয়তা হারিয়েছে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ভিত্তিক অডিও ও ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারটি। অবশেষে আজ (৫ মে) থেকে স্কাইপে স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানটি করপোরেট যোগাযোগের অ্যাপ ‘টিমস’-এর উপর বেশি গুরুত্ব দিচ্ছে। একই ধরনের দুটি সেবা চালু রাখার প্রয়োজন নেই বলেই স্কাইপেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মার্চে স্কাইপে বন্ধের ঘোষণা দিয়ে ব্যবহারকারীদের বিকল্প প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে এখনো অনেক ব্যবহারকারী স্কাইপে সক্রিয় আছেন।

স্কাইপে বন্ধের পর কী হবে, কীভাবে তথ্য সংরক্ষণ বা স্থানান্তর করতে হবে—তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ প্রসঙ্গে মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপে আইডি ব্যবহার করেই সরাসরি মাইক্রোসফট টিমসে লগইন করা যাবে। ব্যবহারকারীদের পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমসে স্থানান্তর হবে। ফলে নতুন করে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না এবং আগের সব তথ্য ব্যবহার করা যাবে।

তবে স্কাইপে বন্ধ হয়ে যাওয়ার পর ব্যবহারকারীদের টিমস ব্যবহার করতেই হবে—তা নয়। ইচ্ছা করলে গুগল মিট, জুমসহ অন্যান্য মেসেজিং অ্যাপও ব্যবহার করা যাবে। তবে এ ক্ষেত্রে ৫ মের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

সূত্র: নিউজ ১৮


img

২০২০ সালেই মারা গেছেন বাইডেন, এখন দেখছেন ক্লোন রোবট: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত :  ০৯:২৪, ০২ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১১:২৮, ০২ জুন ২০২৫

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার (৩১ মে) একটি পোস্ট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টে লেখা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মৃত্যু ২০২০ সালেই কার্যকর হয়েছে এবং তাকে রোবোটিক ক্লোনে প্রতিস্থাপিত করা হয়েছে। 

তবে নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের শেয়ার করা এই পোস্টকে ষড়যন্ত্রমূলক, মিথ্যা বলে উল্লেখ করেছে। এনবিসি নিউজ বলছে, ট্রাম্প তার প্রায় ১০ মিলিয়ন অনুসারীর সঙ্গে এমন একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে কোনও ব্যাখ্যা বা সূত্র নেই।  

ওই পোস্টে লেখা হয়েছে, কোনও জো বাইডেন নেই—২০২০ সালেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এখন আপনারা যা দেখছেন- বাইডেনের ক্লোন, ডাবল এবং রোবোটিকভাবে তৈরি আত্মাহীন ও মস্তিষ্কহীন রোবট সত্তা। ডেমোক্র্যাটরা পার্থক্য জানে না।

ট্রাম্প পোস্টট্রাম্পের শেয়ার করা পোস্ট

এএনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প যে অ্যাকাউন্ট থেকে পোস্ট শেয়ার করেছেন তাতে পাঁচ হাজারের বেশি অনুসারী রয়েছে।

বাইডেন বেঁচে নেই, তার মৃত্যু হয়েছে- ট্রাম্পের এমন পোস্ট নিয়ে হোয়াইট হাউজের কাছে জানতে চাইলে কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে এনবিসি নিউজ। 

এদিকে গত মাসে বাইডেনের কার্যালয় থেকে জানানো হয় যে সাবেক প্রেসিডেন্ট প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার বাইডেনের শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।

বিবিসি জানায়, গত ১৬ মে ৮২ বছর বয়সী বাইডেনের শরীরে এই রোগ শনাক্ত হয়। তিনি প্রস্রাব জনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর