img

ইস্ট লন্ডন মসজিদের স্টাফ, ভলান্টিয়ার ও সদস্যদের সম্মানে এপ্রিশিয়েশন সিরিমনি অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৭:০৮, ১৩ মে ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:১৯, ১৩ মে ২০২৫

ইস্ট লন্ডন মসজিদের স্টাফ, ভলান্টিয়ার ও সদস্যদের সম্মানে এপ্রিশিয়েশন সিরিমনি অনুষ্ঠিত

রমজান মাসের বিশাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখার জন্য স্টাফ, ভলান্টিয়ার ও সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইস্ট লন্ডন মস্ক ট্রাস্ট।

গত ৬ মে মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টার হলে আয়োজিত "অ্যান ইভনিং অব এপ্রিশিয়েশন এন্ড রিফলেকশন" শীর্ষক অনুষ্ঠানে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুরশেদ ও মসজিদের হেড অব অ্যাসেটস এন্ড অপারেশন্স আসাদ জামান । তাছাড়া "মসজিদের সাথে অন্তরের সম্পৃক্ততা"- শীর্ষক বক্তব্য রাখেন শায়খ রাশিদ খান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম শায়খ আব্দুর রহমান।

ড. আব্দুল হাই মুর্শেদ বলেন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ তিনিই আমাদের এই মসজিদের সেবা করার সুযোগ দিয়েছেন। নতুবা আমাদের পক্ষে তা সম্ভব ছিলোনা। তিনি বলেন, আমরা শুধু একটি মসজিদই পরিচালনা করছি না, বরং ব্রিটেনের মুসলমানদের জন্য একটি ইতিহাস-ঐতিহ্য গড়ে তুলছি । আল্লাহ তায়ালা আমাদের এই চেষ্টা যেন কবুল করেন এবং আমাদের হৃদয় যেন তাঁর ঘরের সাথে সর্বদা সংযুক্ত রাখেন- এই দোয়া করি।

সিইও জুনায়েদ আহমদ মসজিদের সকল স্টাফ, ভলান্টিয়ার, ট্রাস্টি, সদস্য ও স্টেকহোল্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, আমাদের টিম ওয়ার্কে ঐক্য ও নিষ্ঠা আছে বলেই আমরা রমজান মাস সহ বছরের যেকোনো সময় যেকোনো বড় আয়োজন সহজে আঞ্জাম দিতে পারি। বিশেষ করে রমজানের কর্মসূচি বাস্তবায়নে আমাদের যে নিষ্ঠা ও আন্তরিকতা তা অন্য কোনো প্রতিষ্ঠানের চেয়ে অনেকগুণ বেশি । টিম ওয়ার্ক হচ্ছে আমাদের বড় শক্তি। আমরা যে যে পদেই কাজ করছি, ছোট হোক বড় হোক, আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে প্রতিটি কাজের উত্তম প্রতিদান দেবেন ।

তিনি বলেন, আমাদের যেকোনো অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ব্যক্তিরও প্রশংসা করা উচিত। কারণ রাসুল (সা:) বলেছেন, "যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না।" অর্থাৎ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করার অর্থ আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা।

মসজিদের হেড অব অ্যাসেটস এন্ড অপারেশন্স আসাদ জামান রমজানে তাঁর টিমসহ অন্য সকল টিমকে তাদের নিষ্ঠার জন্য ধন্যবাদ জানান । তিনি বলেন, আমাদের টিম-ওয়ার্ক খুব শক্তিশালী । আমরা যেকোনো বড় আয়োজন সফল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। যেমন গোটা রমজানের কর্মসূচি, তারাবিহ, তাহাজ্জুদ, ঈদ, জুমা সুন্দর ও সুষ্ঠূভাবে সম্পন্ন করতে সকল টিম একীভুত হয়ে কাজ করি। যে কোনো কাজ ঐক্যবদ্ধ হয়ে করলে সহজে সফলভাবে সম্পন্ন করা যায়।  

পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কমিউনিটি এর আরও খবর

img

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে ব্রিটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন

প্রকাশিত :  ১৬:৫৬, ১৭ জুন ২০২৫

কার্ডিফ থেকে সাজেল আহমেদ: হালাল খাবার হলো সেই সব খাদ্য, যা কোরআন ও হাদিসে নিষিদ্ধ করা হয়নি এবং যা পবিত্র ও উপকারী। গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল শহর  ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফে-বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের মতো গত ১৪ জুন ( শনিবার) ও ১৫ জুন (রোববার) দু\'দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫।

মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে তৃতীয়  বছরের মতো এবারকার চমৎকার  আয়োজনে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলার মূল আয়োজক ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর, ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তান সাজ হারিছ মেলা সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই  উৎসব শুধু খাবারের স্বাদ নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনও দৃঢ় করেছে। 

আগামী বছর ও এই আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্বের বৃহত্তম হালাল খাবার উৎসব যুব সংগঠক সাজ হারিছ এর  টিমের সাবিক ব্যাবস্থাপনায় আয়োজিত এই হালাল উৎসবটি শুধু বাংলাদেশ ও মুসলিম কমিউনিটি নয়, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ হালাল খাবারের স্বাদ নেওয়া সহ সব কমিউনিটিকে একত্র হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন বলে উল্লেখ করে এই সব ইভেন্টে আগামীতেও কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন বলে অভিমত ব্যাক্ত করেছেন। 

উল্লেখ্য যে, বিগ -হালাল ফুড  ফেস্টিভ্যাল হলো ব্রিটেনের কার্ডিফের একটি বার্ষিক খাদ্য উৎসব, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক হালাল রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং শেফদের তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংস্কৃতির হালাল ডিশ যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান কুজিন, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশীয়, উত্তর আফ্রিকান এবং কানাডিয়ান ফিউজন  হালাল খাবারের প্রেমিকরা একত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্নার স্বাদ উপভোগ করেন।

এছাড়াও মেলায় রকমারী স্টলের পাশাপাশি পারিবারিক বন্ধনের সুযোগসহ শিশুদের জন্য গেমস ও ক্রিয়েটিভ ওয়ার্কশপ, হস্তশিল্প ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী সহ এই ফেস্টিভ্যালের একটি অংশ দান ও স্থানীয় চ্যারিটিকে সমর্থন করে। অনেক সময় ফুড ড্রাইভ বা অনাথ আশ্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। 


কমিউনিটি এর আরও খবর