
বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে সুইডেন আওয়ামী লীগের প্রতিবাদ সভা

উপমহাদেশের প্রাচীন সংগঠন, বাহান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশ এর সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ সিদ্ধান্তের প্রতিবাদে সুইডেন আওয়ামী লীগ আজ ১১মে ২০২৫ স্টকহোমের একটি হলে তাৎক্ষণাত প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা দিয়েছে তা করার অধিকার তারা রাখেনা, কারণ তাদের সরকারই অবৈধ আর অবৈধ সরকার দ্বারা গৃহীত সকল সিদ্ধান্ত অবৈধ এসবের কোন মুল্য বাংলাদেশের সাধারণ মানুষ কাছে নেই।
বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের আশ্বস্ত করে তারা বলেন, অবৈধ এনজিও সরকারের উদ্ভট কথায় কান না দিয়ে সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে সংগঠিত করে বাংলার সাধারণ মানুষকে সাথে নিয়ে পাকিস্তান ও যুদ্ধাপরাধীর দল জামাত মদদপুষ্ঠ অবৈধ ইউনূস সরকারকে অতি দ্রুত ক্ষমতাচ্যুত করার আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, সুইডেন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আফছার আহমেদ, রাবেয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মীঠু, উপ দপ্তর সম্পাদক এনামুর রহমান বিশ্বাস, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হাসান মিয়া, সমবায় সম্পাদক তারেক কামাল মোস্তাফা, সুইডেন আওয়ামী লীগ নেতা ড কবির আহমদ, নজরুল ইসলাম চৌধুরী, আজাদুর রহমান প্রমুখ।