img

৬০ মিলিয়ন পাউন্ডের লেইজার এবং হাউজিং প্রকল্প বাস্তবায়নে স্থানীয় ঠিকাদারদের জন্য বিশেষ এনগেইজমেন্ট ইভেন্ট ২৮ মে

প্রকাশিত :  ০৭:৩১, ১৩ মে ২০২৫

৬০ মিলিয়ন পাউন্ডের লেইজার এবং হাউজিং প্রকল্প বাস্তবায়নে স্থানীয় ঠিকাদারদের জন্য বিশেষ এনগেইজমেন্ট ইভেন্ট ২৮ মে

টাওয়ার হ্যামলেটস বারার সেন্ট জর্জেস লেইজার সেন্টারটি সংস্কারের মাধ্যমে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কাউন্সিল। এতে শারিরীক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্যে আধুনিক এবং উন্নতি প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপনের পাশাপাশি কাউন্সিলের নিজস্ব ২৯টি বাড়িও নির্মাণ করা হবে। একই সঙ্গে আশপাশের সৌন্দর্য বৃদ্ধিতে নেওয়া হবে বিশেষ উদ্যোগ।

এই পুনর্নির্মাণ কাজে মূল ঠিকাদার নিয়োগের জন্যে ২০২৫ সালের বসন্তে দরপত্র আহ্বান করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য লন্ডন টেন্ডার পোর্টালে পাওয়া যবে। https://procontract.due-north.com/Advert?advertId=ff185aee-bc1a-f011-8136-005056b64545&p=2241eb95-058a-e511-80f7-000c29c9ba21

সেন্ট জর্জেস লেইজার সেন্টারের পুনর্নির্মানে সহযোগিতার জন্যে স্থানীয় ঠিকাদারদের সহযোগিতা কামনা করেছে কাউন্সিল। এ লক্ষ্যে স্থানীয় ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠন স্মল এন্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস সংক্ষেপে এসএমই-এর সদস্য আগ্রহী ঠিকাদার এবং সরবরাহকারীদের সাথে আগামী ২৮ মে, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাউন হলে এক এনগেইজমেন্ট ইভেন্ট অনুষ্ঠানের আয়োজন করেছে কাউন্সিল।  

এ বিষয়ে কাউন্সিলের জবস, এন্টারপ্রাইজ, স্কীলস এন্ড গ্রোথ-এর কেবিনেট মেম্বার কাউন্সিলর মোস্তাক আহমদ বলেছেন, “আমরা নিশ্চিত করতে চাই যে সেন্ট জর্জেস লেইজার সেন্টারের পুননির্মান কাজে সহায়তাকারী যে কোনো ঠিকাদার যাতে স্থানীয় এসএমই সরবরাহকারীদের সাথে মিলে কাজ করতে দৃঢ় মনোভাব পোষণ করেন বা আগ্রহী হন। যাতে করে এই প্রকল্পে বিনিয়োগের সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক সুবিধা টাওয়ার হ্যামলেটসের কমিউনিটির মানুষ উপভোগ করতে পারেন।

“ আগামী ২৮মে এনগেইজমেন্ট ইভেন্টের মাধ্যমে স্থানীয় এসএমই-এর সদস্যরা প্রকল্পের কর্মকর্তাদের সাথে স্বাক্ষাত করার এবং প্রকল্পের মূল কাজ বা উদ্দেশ্য সম্পর্কে জানার বিশেষ সুযোগ পাবেন।”

আগামী ২৮ মের এঙ্গেজমেন্ট ইভেন্টে উপস্থিত হতে আগ্রহীদের https://www.eventbrite.com/e/st-georges-leisure-centre-sme-supplier-engagement-day-tickets-1338545819579?aff=oddtdtcreator এই লিঙ্কে গিয়ে নাম তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

টাওয়ার হ্যামলেটসে ১৮ হাজার ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে। এর মধ্যে বেশির ভাগই ক্ষুদ্র এবং মাঝারি আকারের। কাউন্সিলের বিজনেস গ্রোথ টিম স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য এবং প্রবৃদ্ধি বৃদ্ধিতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। এখানে ব্যক্তিগত এবং অনলাইনে তহবিল, পরামর্শদান, দক্ষ পেশাদার, নেটওয়ার্কিং এবং ব্যক্তিগত ব্যবসায়িক সহায়তা প্রদান করা হয় নিয়মিত। 

স্থানীয় ব্যবসায়ীরা সর্বশেষ তথ্যের জন্যে কাউন্সিলের দ্যা উইকলি বিজনেস নিউজলেটার পেতে  https://www.towerhamlets.gov.uk/lgnl/business/business_support_and_advice/business_support_and_advice.aspx এই লিঙ্কে গিয়ে সাবসক্রাইব করতে পারেন এবং ব্যবসা সংক্রান্ত যে কোনো সমর্থন পেতে চাইলে https://www.towerhamlets.gov.uk/lgnl/business/business_support_and_advice/Projects-and-opportunities.aspx এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন।


কমিউনিটি এর আরও খবর

img

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে ব্রিটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন

প্রকাশিত :  ১৬:৫৬, ১৭ জুন ২০২৫

কার্ডিফ থেকে সাজেল আহমেদ: হালাল খাবার হলো সেই সব খাদ্য, যা কোরআন ও হাদিসে নিষিদ্ধ করা হয়নি এবং যা পবিত্র ও উপকারী। গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল শহর  ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফে-বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের মতো গত ১৪ জুন ( শনিবার) ও ১৫ জুন (রোববার) দু\'দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫।

মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে তৃতীয়  বছরের মতো এবারকার চমৎকার  আয়োজনে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলার মূল আয়োজক ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর, ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তান সাজ হারিছ মেলা সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই  উৎসব শুধু খাবারের স্বাদ নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনও দৃঢ় করেছে। 

আগামী বছর ও এই আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্বের বৃহত্তম হালাল খাবার উৎসব যুব সংগঠক সাজ হারিছ এর  টিমের সাবিক ব্যাবস্থাপনায় আয়োজিত এই হালাল উৎসবটি শুধু বাংলাদেশ ও মুসলিম কমিউনিটি নয়, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ হালাল খাবারের স্বাদ নেওয়া সহ সব কমিউনিটিকে একত্র হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন বলে উল্লেখ করে এই সব ইভেন্টে আগামীতেও কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন বলে অভিমত ব্যাক্ত করেছেন। 

উল্লেখ্য যে, বিগ -হালাল ফুড  ফেস্টিভ্যাল হলো ব্রিটেনের কার্ডিফের একটি বার্ষিক খাদ্য উৎসব, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক হালাল রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং শেফদের তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংস্কৃতির হালাল ডিশ যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান কুজিন, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশীয়, উত্তর আফ্রিকান এবং কানাডিয়ান ফিউজন  হালাল খাবারের প্রেমিকরা একত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্নার স্বাদ উপভোগ করেন।

এছাড়াও মেলায় রকমারী স্টলের পাশাপাশি পারিবারিক বন্ধনের সুযোগসহ শিশুদের জন্য গেমস ও ক্রিয়েটিভ ওয়ার্কশপ, হস্তশিল্প ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী সহ এই ফেস্টিভ্যালের একটি অংশ দান ও স্থানীয় চ্যারিটিকে সমর্থন করে। অনেক সময় ফুড ড্রাইভ বা অনাথ আশ্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। 


কমিউনিটি এর আরও খবর