img

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র‘স স্মল গ্রান্ট এর আবেদন শুরু

প্রকাশিত :  ০৯:১০, ১৫ মে ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:২৫, ১৫ মে ২০২৫

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র‘স স্মল গ্রান্ট এর আবেদন শুরু

টাওয়ার হ্যামলেটস বারার ছোট ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাজকে উৎসাহিত করতে কাউন্সিলের ‘মেয়রস স্মল গ্রান্টস প্রোগ্রাম’—এর নতুন রাউন্ডের আবেদন শুরু হয়েছে। ‘মেয়রস স্মল গ্রান্টস প্রোগ্রাম’—এর আওতায় মূলত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ছোট ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাজকে উৎসাহিত করতে প্রতিবছরই ৮০০,০০০ (আট লাখ পাউন্ড) বরাদ্দ দিয়ে থাকে।

এই স্কিমের ২০২৫ সালের প্রথম রাউন্ডের আবেদন শুরু হয়েছে। এ বছরও একই পরিমাণ অনুদান দেওয়া হবে।

মেয়রস স্মল গ্রান্টস প্রোগ্রামে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের আগামী ১ জুন ২০২৫, রবিবারের মধ্যে আবেদন করতে হবে। আবেদন যাচাই—বাছাই শেষে জুলাই মাসে ফলাফল জানানো হবে। আর এর মাধ্যমে নির্বাচিত প্রকল্পগুলো আগস্ট থেকে তাদের কার্যক্রম শুরু করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

যারা বছরে সর্বোচ্চ ১৫০,০০০ পাউন্ড আয় করে এই অনুদানে শুধু মাত্র তারা আবেদন করতে পারবেন। ক্ষুদ্র সংগঠনগুলোকেও অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং পুরো কমিউনিটিতে সমানভাবে সুফল পৌঁছানোর উদ্দেশ্যেই এই অনুদান দেওয়া হয়।

মেয়রস স্মল গ্রান্টস প্রোগ্রামে পাঁচটি প্রধান থিম রয়েছে। যার মধ্যে কমিউনিটি ইভেন্টস থিমে ১০০,০০০ পাউন্ড বরাদ্দ আছে। এই থিমের আওতায় ২,৫০০ পাউন্ড পর্যন্ত একক অনুদান প্রদান করা হবে। টাওয়ার হ্যামলেটসের মানুষদের একত্রিত করা ও সামাজিক সংহতি তৈরি করে এমন অনুষ্ঠানগুলোর জন্য এই অনুদান দেওয়া হবে।

 অন্যদিকে ক্যাপাসিটি বিল্ডিং থিমেও বরাদ্দ রাখা হয়েছে ১০০,০০০ পাউন্ড। এখানেও একেকটি অনুদানের সর্বোচ্চ পরিমাণ ২,৫০০ পর্যন্ত। এটি মূলত সংগঠনের অভ্যন্তরীণ দক্ষতা ও সেবা উন্নয়নের জন্য বরাদ্দ থাকবে। কমিউনিটি চেস্ট থিমে রয়েছে ১০০,০০০ পাউন্ড বাজেট এবং প্রতি প্রকল্পে ৫০০ পাউন্ড করে অনুদান পাওয়া যাবে। একটি সংগঠন বছরে সর্বোচ্চ দুটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। এটি সাধারণ প্রোগ্রাম, যেমন ছোট কর্মশালা, সাংস্কৃতিক আয়োজন বা কমিউনিটি এক্টিভিটিজের জন্য প্রযোজ্য।

অন্যদিকে আর একটি ফান্ড রয়েছে ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফান্ড (ণঊঋ)। এই থিমের ফান্ড হচ্ছে ২৫০,০০০ পাউন্ড। এখানে একটি প্রজেক্টে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত অনুদান দেওয়া হবে। এই থিমে তরুণদের নিজেদের পরিকল্পনা, বাস্তবায়ন এবং মূল্যায়ন করতে হবে। শেষ আর একটি থিম রয়েছে। যার নাম পজিটিভ অ্যাক্টিভিটিজ ফর ইয়াং পিপল (চঅণচ) । এই থিমেও বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৫০,০০০ পাউন্ড। একটি প্রকল্পে সর্বোচ্চ ৬,০০০ পাউন্ড পর্যন্ত অনুদান দেওয়া হবে এই থিমে। মূলত এই থিমটি স্কুল ছুটির সময় কম বয়সীদের জন্য শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম আয়োজনে এটি ব্যবহৃত হবে।

টাওয়ার হ্যামলেটসের ‘মেয়রস স্মল গ্রান্টস প্রোগ্রামের‘ পেতে হলে কাউন্সিলের ব্ল্যাকবাউড গ্রান্ট ম্যানেজমেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। যেখানে প্রতিটি থিমের নিজস্ব পেইজে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। এই ওয়েবপেজে যোগ্যতা, উদ্দেশ্য এবং অর্থ ব্যবহারের নিয়ম বিস্তারিতভাবে উল্লেখ আছে। আবেদন ফরম ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিঙ্কেঃ www.towerhamlets.gov.uk/smallgrants 

এদিকে এই অনুদান পেতে ও সংগঠনগুলোকে সহযোগিতা করতে কাউন্সিল দুটি তথ্য সেশনের আয়োজন করেছে। যার মধ্যে প্রথম সেশনটি হবে ২০ মে ২০২৫, মঙ্গলবার, বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, টাওয়ার হ্যামলেটস টাউন হলে।

দ্বিতীয় সেশনটি হবে অনলাইনে, ২৩ মে ২০২৫, শুক্রবার, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত, মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্মে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র‘স স্মল গ্রান্ট এর আবেদন বা যোগ্যতা সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করা যাবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর গ্রান্টস টিমের সাথে। াপং@ঃড়বিৎযধসষবঃং.মড়া.ঁশ. ইমেইলের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য চেয়ে ইমেইল করতে পারেন।

এই তহবিল প্রোগ্রামটি ছোট কমিউনিটি সংগঠনের জন্য একটি দারুণ সুযোগ ।


কমিউনিটি এর আরও খবর

img

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে ব্রিটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন

প্রকাশিত :  ১৬:৫৬, ১৭ জুন ২০২৫

কার্ডিফ থেকে সাজেল আহমেদ: হালাল খাবার হলো সেই সব খাদ্য, যা কোরআন ও হাদিসে নিষিদ্ধ করা হয়নি এবং যা পবিত্র ও উপকারী। গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল শহর  ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফে-বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের মতো গত ১৪ জুন ( শনিবার) ও ১৫ জুন (রোববার) দু\'দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫।

মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে তৃতীয়  বছরের মতো এবারকার চমৎকার  আয়োজনে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলার মূল আয়োজক ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর, ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তান সাজ হারিছ মেলা সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই  উৎসব শুধু খাবারের স্বাদ নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনও দৃঢ় করেছে। 

আগামী বছর ও এই আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্বের বৃহত্তম হালাল খাবার উৎসব যুব সংগঠক সাজ হারিছ এর  টিমের সাবিক ব্যাবস্থাপনায় আয়োজিত এই হালাল উৎসবটি শুধু বাংলাদেশ ও মুসলিম কমিউনিটি নয়, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ হালাল খাবারের স্বাদ নেওয়া সহ সব কমিউনিটিকে একত্র হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন বলে উল্লেখ করে এই সব ইভেন্টে আগামীতেও কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন বলে অভিমত ব্যাক্ত করেছেন। 

উল্লেখ্য যে, বিগ -হালাল ফুড  ফেস্টিভ্যাল হলো ব্রিটেনের কার্ডিফের একটি বার্ষিক খাদ্য উৎসব, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক হালাল রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং শেফদের তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংস্কৃতির হালাল ডিশ যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান কুজিন, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশীয়, উত্তর আফ্রিকান এবং কানাডিয়ান ফিউজন  হালাল খাবারের প্রেমিকরা একত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্নার স্বাদ উপভোগ করেন।

এছাড়াও মেলায় রকমারী স্টলের পাশাপাশি পারিবারিক বন্ধনের সুযোগসহ শিশুদের জন্য গেমস ও ক্রিয়েটিভ ওয়ার্কশপ, হস্তশিল্প ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী সহ এই ফেস্টিভ্যালের একটি অংশ দান ও স্থানীয় চ্যারিটিকে সমর্থন করে। অনেক সময় ফুড ড্রাইভ বা অনাথ আশ্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। 


কমিউনিটি এর আরও খবর