
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নতুন কমিটি গঠন
মাওলানা মুসলেহ উদ্দিন সভাপতি ও মাওলানা মুহাম্মদ আল আমিন ভূঁইয়া সাধারণ সম্পাদক

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লন্ডন মহানগর শাখার মজলিসে শূরার অধিবেশন গত ১১ মে রবিবার পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
শূরার অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পূনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।
প্রধান নির্বাচন কমিশনার শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক উপস্থিত শূরার সদস্যদের মতামতের নিয়ে ২০২৫/২৬ ইংরেজি সেশনের জন্য মাওলানা মুসলেহ উদ্দীনকে সভাপতি ও মাওলানা মুহাম্মদ আল আমিনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী কমিটি ঘোষণা করেন।
মজলিসে শূরার সমাপনী অধিবেশনের প্রধান অতিথি হিসেবে হেদায়েতী বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সহ সাধারণসম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী।
শাখার নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সহসভাপতি হাফিজ শহীর উদ্দিন,মাওলানা মুহি উদ্দিন খান,হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন,মাওলানা লুৎফর রহমান, মাওলানা নোমান হামিদী, মুফতি মাশহুদুর রহমান,মাওলানা শামছুল হুদা,আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, সৈয়দ রফিকুল হক,আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া,হাফিজ ফাইয়্যাজ রহমান,সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ ,সহ সাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, বায়তুল মাল সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ নাইম আহমদ,সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ জাহান সিরাজ,সহ সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব বদরুল ইসলাম,আলহাজ্ব শহীদুল্লাহ ভূঁইয়া।
নির্বাহী সদস্য হাফিজ আখলাক আহমদ, আলহাজ্ব সৈয়দ আরজুল ইসলাম, আলহাজ্ব আহমদ আলী।
প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।
শূরার অধিবেশনে কুরআন তিলাওয়াত,বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা,দায়িত্ব হস্তান্তর,শাখা পূনর্গঠন, নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ, হেদায়েতী বক্তব্য,সভাপতির বক্তব্য, দু’আ ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল।