img

দেশ ছেড়েছেন ফারুক, আজই সভাপতি হচ্ছেন আমিনুল

প্রকাশিত :  ০৭:১১, ৩০ মে ২০২৫

দেশ ছেড়েছেন ফারুক, আজই সভাপতি হচ্ছেন আমিনুল

আওয়ামী লীগ সরকার পতনের পর সরাসরি পরিচালক মনোনীত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ৯ মাসের মাথায় গতকাল রাতে সবেক এই অধিনায়কের পরিচালক পদ খারিজ করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। স্বাভাবিকভাবে সভাপতির দায়িত্বে আর নেই তিনি। এর মধ্যে খবর, আজ ভোরে দেশ ছেড়েছেন ফারুক।

এদিকে আজই নতুন সভাপতি হিসেবে মনোনীত হতে যাচ্ছেন আমিনুল ইসলাম।

ফারুকের দেশ ছাড়ার ব্যাপারটি বেশ কয়েকটি সূত্র থেকেই নিশ্চিত হওয়া গেছে। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তাঁর সম্ভাব্য গন্তব্য দুবাই বলেই জানা গেছে।

এদিকে গতকাল রাতে নিজেদের কোটার ৫ কাউন্সিলরের মধ্যে একজনকে সরিয়ে আমিনুলকে মনোনীত করে এনএসসি। এই চিঠি পাওয়ার পর রাতেই ‘রিকোজিশন’ বোর্ড মিটিং করে আমিনুলের কাউন্সিলশিপের অনুমোদন দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সক্রিয় পরিচালকরা, যাঁরা ফারুকের ওপর অনাস্থা জানিয়েছিলেন।

তাঁদের একজন আজ বললেন, ‘আমরা এনএসসির চিঠি পাওয়ার পরেই গতকাল রাতে একটি রিকোজিশন বোর্ড মিটিং ডাকি। সেখানে বুলবুলের (আমিনুল) কাউন্সিলরশিপের অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বিকেলে আমিনুল বিসিবির নতুন সভাপতি হচ্ছেন বলেও নিশ্চিত করেন সিনিয়র এই বোর্ড পরিচালক, ‘ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ায় এখন আমাদের বিসিবি সভাপতির পদ শূন্য, কোনো সভাপতি নেই। সেখানে কাউকে না কাউকে বসাতে হবে। এজন্য আজ বিকেলে একটি বৈঠক ডেকেছেন সহ-সভাপতি (নাজমুল আবেদীন)। এই বৈঠকে বুলবুলকে আমরা পরিচালক হিসেবে মনোনীত করে সভাপতির দায়িত্ব দিতে যাচ্ছি।’

এদিকে সদ্য সবেক সভাপতি ফারুক পদ হারিয়ে আইসিসিতে নালিশ করেছেন।

এমনকি আইনি পথে হাঁটার কথাও জানিয়েছেন তিনি। তবে এসব নিয়ে বিসিবি চিন্তিত নয় বলেই জানালেন এই পরিচলন, ‘উনি কী বললেন না বললেন, সেসব নিয়ে আমাদের ভ্রুক্ষেপ নেই।’

 



img

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলংকায়

প্রকাশিত :  ০৯:২৫, ১৬ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:৫০, ১৬ জুন ২০২৫

গোঁ ধরে আছে ভারত। পাকিস্তানে দল পাঠাতে চায় না তারা। রোহিত শর্মাদের বোর্ডের আবেদনে হাইব্রিড মডেলে বসে ২০২৩ সালের এশিয়া কাপ। এ বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তান যায়নি ভারত, খেলেছে নিরপেক্ষ ভেন্যুতে। তার আগে আইসিসির মধ্যস্থতায় চুক্তি হয়—তিন বছর পর্যন্ত দুদলের কেউ কারও দেশে গিয়ে খেলবে না। তারই ধারাবাহিকতায় পাকিস্তানও ভারত যাবে না।

এ বছরের সেপ্টেম্বরে ভারত আয়োজন করতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। পেহেলগাঁওয়ে হামলা, ভারত-পাকিস্তান উত্তেজনায় আসরটি গড়ানো নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। সেই অচলাবস্থা কেটে গেছে। পাকিস্তান ওই আসরে দল পাঠাচ্ছে, তবে ভারতে খেলবে না। ভারতের একাধিক গণমাধ্যম বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে ৫ অক্টোবর ম্যাচ খেলবে ভারত। ভেন্যু শ্রীলংকার কলম্বো।

ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে মোট পাঁচটি শহরে আয়োজিত হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। ৮ দলের টুর্নামেন্টটি বসবে ভারতের ব্যাঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর এবং শ্রীলংকার কলম্বোয়। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়। ফাইনাল বা সেমিতে উঠলেও দেশটির মেয়েরা লঙ্কাতেই লড়বে বিশ্বকাপ।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে নারী বিশ্বকাপ শেষ হবে ২ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলংকার। রাউন্ড-রবিন পদ্ধতির লিগ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৫ অক্টোবর। গ্রুপ পর্ব শেষে প্রথম সেমিফাইনাল হবে ভারতের গুয়াহাটি। দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল হবে ব্যাঙ্গালুরুতে। তবে পাকিস্তান কোয়ালিফাই করলে তখন খেলা হবে কলম্বোয়।