
কমলগঞ্জে লাউয়াছড়া পাহাড়ি সড়কে দুর্ধর্ষ ডাকাতি

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভাগরাবাড়ি এলাকায় শনিবার (৩১ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় একটি দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
জানা গেছে, সংঘবদ্ধ ডাকাতদল প্রায় ঘন্টাব্যাপী তাদের তাণ্ডব চালায়। দুর্বৃত্তরা সড়কে চলাচলরত যানবাহন থামিয়ে অস্ত্রেরমুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
এসময় ডাকাতদের ধারালো অস্ত্রাঘাতে গুরতর আহত ৩ জনেক আশঙ্কাজনক অবস্থায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য যে, কমলগঞ্জ থানার ভানুগাছ - শ্রীমঙ্গল সড়কের পাহাড়ে এলাকায় প্রতিনিয়ত ডাকাতি ঘটার খবর পাওয়া যায়। রাতের অন্ধকারে ঐ সড়কে সুযোগ বুঝে ছিনতাই এর ঘটনাও ঘটে বলে জানা গেছে। ইতিপূর্বে ঐ সড়কে বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে ডাকাতি ও ছিনতাই এর ঘটনা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।