
নিজ এলাকাবাসীকে যুবদল নেতা হাসান আল মামুন লিমনের ঈদ শুভেচ্ছা

যুবদল কেন্ত্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক, অ্যাডমিরাল পাবলিকেশন্স এর চেয়ারম্যান, হাসান আল মামুন লিমন তার নিজ এলাকা ময়মনসিংহ ১০ (গফরগাঁও -পাগলা)বাসীকে এবারের ঈদুল আজহার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছেন।
এক শুভেচ্ছা-বার্তায় রাজপথের এই অকুতোভয়ী সৈনিক বলেন, "প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম, আজকে মুসলিম উম্মাহর পবিত্র ঈদুল আজহার দিন।
ত্যাগের মাহাত্ম্যে উজ্জ্বীবিত এই দিনে দেশে-বিদেশে অবস্থানরত সকল পর্যায়ের সকল ধর্মের এবং সকল বর্ণের মানুষকে আমার পক্ষ থেকে জানাই "ঈদ মোবারক"।
ঈদুল আজহা ইসলামের একটি মহান দিন, যা কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত মর্যাদাপূর্ণ।এই দিনটিকে ইয়ামুন নাহারও বলা হয়, অর্থাৎ কোরবানির দিন। এই দিনে ফরজের পাশাপাশি কিছু মোস্তাহাব আমল রয়েছে যা আল্লাহর নিকট পছন্দনীয়। এই মহান দিনে যেন আমরা নেক আমলগুলি সহিহভাবে পূর্ণ করতে পারি, তাই আমি সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। আমিন।