img

চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন

প্রকাশিত :  ১৫:০৮, ০৮ জুন ২০২৫

চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন

চিত্রনায়িকা তানিন রহমান সুবহা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

 আজ রোববার (৮ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তানিনের ছোট ভাই।
চলতি মাসের শুরুতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আফতাবনগর নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেলেন এই অভিনেত্রী। কিন্তু সন্ধ্যায় ফের অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকাকালীন তার শারীরিক কোনো উন্নতি হয়নি।

গত এক যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। তার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনামায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখিয়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তীতে নাটকে ব্যস্ত হয়ে ওঠেন তিনি। অভিনয়ের পাশাপাশি পার্লারের ব্যবসাও ছিল তার।
 

img

ফিলিস্তিনের পক্ষ নিয়ে ভারতীয়দের তোপের মুখে অভিনেত্রী স্বরা ভাস্কর

প্রকাশিত :  ১৩:৪৬, ১৭ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:৪৩, ১৭ জুন ২০২৫

এবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তোপের মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর। সামাজিক মাধ্যমে ট্রোলড হচ্ছেন তিনি। নিজের মতামত জানিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছেন স্বরা।

প্যালেস্টাইন নিয়ে এক্স হ্যান্ডেলে স্বরার একটি পোস্টের পরই নতুন করে সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার এই অভিনেত্রী। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন স্বরার দিকে।

সম্প্রতি স্বরা তার এক্স হ্যান্ডেলে প্যালেস্টাইন ইস্যু নিয়ে একটি পোস্ট করেন। সেখানে প্যালেস্টাইন ও গাজার পাশে থাকা নিয়ে একটি বার্তা দেন তিনি। তার পোস্টে লেখা, অক্টোবর নয়, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল।

প্যালেস্টাইনে সাম্প্রতিক কালে নয় বরং ১৯৪৮ সালেই যে যুদ্ধ শুরু হয়েছিল সে কথাই বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে স্বরা। অন্যদিকে আরও একটি ছবিতে তিনি জানিয়েছেন, ১৮ জুন, মুম্বাইয়ের আজাদ ময়দানে গাজার পাশে থাকার জন্য বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের এক সমাবেশের কথাও। এই ঘটনার পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। এ সময় নিজের দেশের পেহেলগাঁও হামলার পরে কোনো শোকবার্তা না জানানোর প্রসঙ্গ টেনে এনেছেন নিন্দুকেরা। কেউ কেউ লিখেছেন, ‘পেহেলগাঁও কাণ্ডের পর এরকম সমব্যথী হননি তো?’

কেউ আবার বলেছেন, ‘মুম্বাই প্যালেস্টাইন নয়। প্যালস্টাইনের পাশে দাঁড়াতে হলে সেখানেই যান।’