img

ডিসপোজেবল ভেপ বিক্রি নিষিদ্ধ, ১ জুন থেকে কার্যকর

প্রকাশিত :  ২১:২৭, ০৮ জুন ২০২৫

ডিসপোজেবল ভেপ বিক্রি নিষিদ্ধ, ১ জুন থেকে কার্যকর

১ জুন থেকে যুক্তরাজ্যে ডিসপোজেবল ভেপ বা একবার ব্যবহারযোগ্য ই—সিগারেট বিক্রিসরবরাহ এবং মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। নতুন এই আইনে নিকোটিনযুক্ত ও নিকোটিনবিহীন — সব ধরনের ডিসপোজেবল ভেপই নিষিদ্ধের আওতায় পড়েছে।
স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছেএখন থেকে শুধুমাত্র রিচার্জযোগ্যরিফিল করা যায় এমন এবং কয়েল পরিবর্তনযোগ্য ভেপ ব্যবহার ও বিক্রি করা যাবে। এই নিয়ম সব ধরনের খুচরা দোকানঅনলাইন বিক্রেতা এবং স্বাস্থ্য সেবা প্রদানকারীদের জন্যই সমভাবে প্রযোজ্য হবে।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়সরকারিভাবে এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো দুটিঃ প্রথমতস্কুল—কলেজের তরুণদের মধ্যে ক্রমবর্ধমান ভেপিং প্রবণতা রোধ করাদ্বিতীয়তডিসপোজেবল ভেপ থেকে সৃষ্ট পরিবেশ দূষণ কমানো। গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছেযুক্তরাজজুড়ে প্রতি সপ্তাহে প্রায় ৫০ লাখ ডিসপোজেবল ভেপ ফেলে দেওয়া হয়যার বেশিরভাগই পুনর্ব্যবহারযোগ্য নয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এমিলি ওয়াটসন বলেন, “ডিসপোজেবল ভেপে থাকা উচ্চমাত্রার নিকোটিন তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পদক্ষেপ তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এদিকেস্থানীয় কর্তৃপক্ষ ধূমপান ও ভেপিং ত্যাগে আগ্রহীদের জন্য বিনামূল্যে কাউন্সেলিং ও চিকিৎসা সেবা প্রদান করছে। ইতিমধ্যেই সরকারি হেল্পলাইনে এই সংক্রান্ত পরামর্শের জন্য কল বেড়েছে বলে জানা গেছে।

ধূমপানের অভ্যাস পরিত্যাগে ফ্রি সাপোর্ট সার্ভিসের জন্য যোগাযোগ করুন: https://quitrightth.org/contact-form/
ব্যবসায়ী মহল থেকে কিছু প্রতিক্রিয়াও এসেছে। লন্ডনের একটি তামাক দোকানের মালিক জাভেদ ইকবাল বলেন, “এই নিষেধাজ্ঞা আমাদের ব্যবসায় প্রভাব ফেলবে। তবে আমরা নতুন নিয়ম মেনে রিচার্জেবল ভেপ বিক্রি শুরু করব।”
উল্লেখ্যযুক্তরাজ্যের পাশাপাশি স্কটল্যান্ডওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডেও একই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। নতুন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ২,৫০০ পাউন্ড জরিমানা গুনতে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমিউনিটি এর আরও খবর

img

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে ব্রিটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন

প্রকাশিত :  ১৬:৫৬, ১৭ জুন ২০২৫

কার্ডিফ থেকে সাজেল আহমেদ: হালাল খাবার হলো সেই সব খাদ্য, যা কোরআন ও হাদিসে নিষিদ্ধ করা হয়নি এবং যা পবিত্র ও উপকারী। গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল শহর  ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফে-বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের মতো গত ১৪ জুন ( শনিবার) ও ১৫ জুন (রোববার) দু\'দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫।

মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে তৃতীয়  বছরের মতো এবারকার চমৎকার  আয়োজনে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলার মূল আয়োজক ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর, ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তান সাজ হারিছ মেলা সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই  উৎসব শুধু খাবারের স্বাদ নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনও দৃঢ় করেছে। 

আগামী বছর ও এই আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্বের বৃহত্তম হালাল খাবার উৎসব যুব সংগঠক সাজ হারিছ এর  টিমের সাবিক ব্যাবস্থাপনায় আয়োজিত এই হালাল উৎসবটি শুধু বাংলাদেশ ও মুসলিম কমিউনিটি নয়, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ হালাল খাবারের স্বাদ নেওয়া সহ সব কমিউনিটিকে একত্র হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন বলে উল্লেখ করে এই সব ইভেন্টে আগামীতেও কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন বলে অভিমত ব্যাক্ত করেছেন। 

উল্লেখ্য যে, বিগ -হালাল ফুড  ফেস্টিভ্যাল হলো ব্রিটেনের কার্ডিফের একটি বার্ষিক খাদ্য উৎসব, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক হালাল রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং শেফদের তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংস্কৃতির হালাল ডিশ যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান কুজিন, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশীয়, উত্তর আফ্রিকান এবং কানাডিয়ান ফিউজন  হালাল খাবারের প্রেমিকরা একত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্নার স্বাদ উপভোগ করেন।

এছাড়াও মেলায় রকমারী স্টলের পাশাপাশি পারিবারিক বন্ধনের সুযোগসহ শিশুদের জন্য গেমস ও ক্রিয়েটিভ ওয়ার্কশপ, হস্তশিল্প ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী সহ এই ফেস্টিভ্যালের একটি অংশ দান ও স্থানীয় চ্যারিটিকে সমর্থন করে। অনেক সময় ফুড ড্রাইভ বা অনাথ আশ্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। 


কমিউনিটি এর আরও খবর