img

টাওয়ার হ্যামলেটসের লেজার সার্ভিস ‘বি ওয়েল’ এর এক বছর পূর্তি: স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক প্রভাব

প্রকাশিত :  ২১:৪০, ০৮ জুন ২০২৫

টাওয়ার হ্যামলেটসের লেজার সার্ভিস ‘বি ওয়েল’ এর এক বছর পূর্তি: স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক প্রভাব

এক বছর আগেটাওয়ার হ্যামলেটস লেজার সার্ভিস ‘বি—ওয়েল’ যাত্রা শুরু করেছিল বারার বাসিন্দাদের জন্য স্বাস্থ্য সেবা এবং শরীর চর্চায় নতুন দ্বার উন্মোচন করেছিল বি ওয়েল। যার মাধ্যমে খুব সহজে এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সুরক্ষার সেবা পেতে শুরু করেন টাওয়ার হ্যামলেটস বারারর বাসিন্দারা।
লেজার সার্ভিস প্রোভাইডার জিএলএল বেটার এর সাথে কাউন্সিলের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ২০২৪ সালের মে মাসে সরাসরি কাউন্সিলের তত্ত্বাবধানে বি ওয়েল নামে ব্রান্ড নিউ লেজার সার্ভিসের উদ্বোধন করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিলবারার সর্বস্তরের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানশরীর চর্চায় আগ্রহ বাড়ানোসহ সামগ্রিকভাবে এমন একটা পরিবেশ গড়ে তোলা যেখানে কমিউনিটির নারীমেয়েবয়োবৃদ্ধ এবং বারার যেসব বাসিন্দা দীর্ঘ মেয়াদী স্বাস্থ্য জটিলতা ভুগছেনশরীর চর্চায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্য সেবা গড়ে তোলা।  
গত ১২ মাসে, ‘বি ওয়েল’ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করেছে। এই সময়ের মধ্যে বারার বিভিন্ন লেইজার সেন্টারে বারার কয়েক হাজার বাসিন্দাকে শরীর চর্চায় যুক্ত করতে সক্ষম হয়েছে।
প্রথম বর্ষে বি ওয়েলের অর্জনঃ

  • প্রথম এক বছরে বি-ওয়েল এর সদস্য সংখ্যা বেড়ে ৩৭ হাজার ২শ ৭৭—এর গিয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৮ শতাংশ পুরুষ এবং ৮২ শতাংশ নারী।
  • বি ওয়েল এর লেজার সেন্টারগুলোতে ৪ লাখ ৮৫ হাজার ৩শ ৭৯ পরিদর্শনকারীর সংখ্যা রেকর্ড করা হয়েছে। আউটডোর বা উন্মুক্ত স্থানের জিম ব্যবহারকারীর সংখ্যা এখানে যুক্ত করা হয়নি।
  • স্থানীয় বাসিন্দা এবং সদস্যরা ৫৭ হাজার ৩শ ৯৬টি ক্লাসের বুকিং দিয়েছেন।
  • ৩ হাজার ১৯ জন ‘বি ওয়েল — সুইমিং ওয়েল’ এর সাথে সুইমিং বা সাঁতার শেখার প্রশিক্ষণ নিচ্ছেন।
  • সম্পৃক্ততা এবং অন্তর্ভুক্তিতে সমর্থন দেওয়ার জন্যে ১২টি কমিউনিটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
  • ১৫৮টি জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছে বি ওয়েল এর লেজার সেন্টারগুলোতে।  
  • ১৬ বছর থেকে শুরু করে তদুর্ধ বেশি বয়সী নারী এবং ৫৫ ঊর্ধ্ব বয়সী পুরুষদের ১৯১৫০টি ফ্রি সাঁতারের মেম্বারশিপ প্রদান করা হয়েছে। যা শরীর চর্চায় আসার ক্ষেত্রে বড় একটি বাধা বা প্রতিবন্ধকতা দূর করতে সহযোগিতা করেছে।
  • বিনামূল্যে সাঁতার শেখার ক্লাস নেওয়ার শর্ত হিসেবে নির্ধারিত কিছু সেন্টারে কিশোরী—নারীদের সাঁতারের কৌশলে উন্নতি সাধনের জন্য সাঁতারের প্রশিক্ষক  রাখা হয়েছে।
  • সুস্বাস্থ্য রক্ষায় নতুন অভিজ্ঞতা প্রদানের জন্য ইয়র্ক হলের স্পাকে পুরোপুরি সংস্কার করে বি ওয়েল স্পা হিসেবে নতুনভাবে পরিচিত করা হয়েছে।
  • ন্যাশনাল পুল লাইফগার্ড কোয়ালিফিকেশন সংক্ষেপে (এনপিএলকিউ) এর মাধ্যমে ১৫০ জনের বেশি স্থানীয় বাসিন্দা লাইফ গার্ড হিসেবে প্রশিক্ষিত এবং যোগ্যতা লাভ করেছেন।
  • মাইল এন্ড পার্কের আউটডোর পিচ এর উন্নয়ন কাজ শুরু হবে জুন মাসেই।
  • বিভিন্ন সেন্টারের উন্নতিযার মধ্যে রয়েছে — পপলার ও মাইল এন্ড এ নতুনভাবে সজ্জিত নারীদের জন্য আলাদা জিমহোয়াইটচ্যাপেল ও মাইল এন্ড এ আপগ্রেড করা হেলথ সুইটমাইল এন্ড এ চেঞ্জিং ভিলেজের আধুনিকীকরণপুল আছে এমন সব সেন্টারে নতুন ওয়াটার ইনফ্ল্যাটেবল সুবিধা।

চলমান বিশেষ অফার ও পুরস্কারঃ এর মধ্যে রয়েছে বি ওয়েল এর স্পা ব্যবহারে মাসিক ছাড় বা ডিসকাউন্টস এবং প্রথমবারের মতো বি ওয়েল সদস্যপদ কার্ড ০০১ জেতার সম্ভাবনা। এই কার্ডের সাথে পাওয়া যাবে বিনামূল্যে পুরো এক বছরের সদস্যপদ।
প্রথম বছরের সাফল্যের দিকে আলোকপাত করে কাউন্সিলের কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মোহাম্মদ কামরুল হোসাইন বলেছেন, “আমাদের প্রথম বছরটি মানুষদের সক্রিয় রাখার চাইতে আরো বেশি কিছু ছিল। আমাদের বাসিন্দাদের কথা শুনে প্রয়োজন অনুযায়ী সুযোগ সুবিধা সরবরাহ করে একটি স্বাস্থ্যবান কমিউনিটি তৈরীর বিষয় ছিল প্রথম বছরটি।”
তিনি বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে আমরা যতটুকু অর্জন করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত। আমাদের এই অগ্রগতি অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধযাতে উচ্চ মানসম্পন্ন সার্ভিস প্রদানের মাধ্যমে বরার সবাই স্বাস্থ্যকর ও সুখী জীবন যাপন করতে পারেন।”
বি ওয়েল আগামী বছরও সমান ভাবে বিকশিত হবে। এর সুবিধাপ্রোগ্রামিং এবং আউটরিচে আরো উন্নতির মাধ্যমে আরো বেশি মানুষের সুবিধা নিশ্চিত করবে।
  be-well.org.uk ওয়েবসাইটে গিয়ে কিংবা সামাজিক মাধ্যমে সংযুক্ত থেকে এ বিষয়ে আরো বেশি তথ্য এবং নতুন অফার সম্পর্কে জানতে পারবেন। 

কমিউনিটি এর আরও খবর

img

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে ব্রিটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন

প্রকাশিত :  ১৬:৫৬, ১৭ জুন ২০২৫

কার্ডিফ থেকে সাজেল আহমেদ: হালাল খাবার হলো সেই সব খাদ্য, যা কোরআন ও হাদিসে নিষিদ্ধ করা হয়নি এবং যা পবিত্র ও উপকারী। গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল শহর  ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফে-বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের মতো গত ১৪ জুন ( শনিবার) ও ১৫ জুন (রোববার) দু\'দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫।

মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে তৃতীয়  বছরের মতো এবারকার চমৎকার  আয়োজনে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলার মূল আয়োজক ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর, ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তান সাজ হারিছ মেলা সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই  উৎসব শুধু খাবারের স্বাদ নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনও দৃঢ় করেছে। 

আগামী বছর ও এই আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্বের বৃহত্তম হালাল খাবার উৎসব যুব সংগঠক সাজ হারিছ এর  টিমের সাবিক ব্যাবস্থাপনায় আয়োজিত এই হালাল উৎসবটি শুধু বাংলাদেশ ও মুসলিম কমিউনিটি নয়, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ হালাল খাবারের স্বাদ নেওয়া সহ সব কমিউনিটিকে একত্র হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন বলে উল্লেখ করে এই সব ইভেন্টে আগামীতেও কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন বলে অভিমত ব্যাক্ত করেছেন। 

উল্লেখ্য যে, বিগ -হালাল ফুড  ফেস্টিভ্যাল হলো ব্রিটেনের কার্ডিফের একটি বার্ষিক খাদ্য উৎসব, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক হালাল রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং শেফদের তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংস্কৃতির হালাল ডিশ যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান কুজিন, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশীয়, উত্তর আফ্রিকান এবং কানাডিয়ান ফিউজন  হালাল খাবারের প্রেমিকরা একত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্নার স্বাদ উপভোগ করেন।

এছাড়াও মেলায় রকমারী স্টলের পাশাপাশি পারিবারিক বন্ধনের সুযোগসহ শিশুদের জন্য গেমস ও ক্রিয়েটিভ ওয়ার্কশপ, হস্তশিল্প ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী সহ এই ফেস্টিভ্যালের একটি অংশ দান ও স্থানীয় চ্যারিটিকে সমর্থন করে। অনেক সময় ফুড ড্রাইভ বা অনাথ আশ্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। 


কমিউনিটি এর আরও খবর