img

এবার ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

প্রকাশিত :  ০৫:৫৩, ১৫ জুন ২০২৫

এবার ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ভারতের কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তকাশিতে যাওয়ার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে পাইলটও ছিলেন। ১০ মিনিটের যাত্রার সময় হেলিকপ্টারটি গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।

খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাচ্ছিল হেলিকপ্টারটি। নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে পড়ে। উদ্ধারকাজ শুরু হয়েছে।

সামাজিকমাধ্যমে ভেঙে পড়া কপ্টারের কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, কপ্টারের পিছন দিকের লেজের অংশ ভেঙে নীচের দিকে বেঁকে রয়েছে। মাথায় ঘুরছে ব্লেড। 

উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (ইউসিএডিএ) কপ্টার দুর্ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে।

তাতে বলা হয়েছে, রবিবার ভোর ৫টা ২০ মিনিটে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়েছে। এতে সাতজন আরোহী ছিলেন। এদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী (পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু) এবং একজন পাইলট। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিলেন।

কেদারনাথ থেকে গুপ্তকাশীর মধ্যে যাত্রী পরিবহণের অন্যতম মাধ্যম হেলিকপ্টার।

কেদারের পুণ্যার্থীরা অনেকেই কপ্টার ব্যবহার করেন। রবিবারের কপ্টারটিও কেদার থেকে পুণ্যার্থীদের নিয়ে গুপ্তকাশী ফিরছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই রুটে সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। ছিল ঘন কুয়াশা। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।

img

ভিসায় তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা

প্রকাশিত :  ১৭:১২, ১৮ জুলাই ২০২৫

 আমেরিকার ভিসাপ্রার্থীরা ভুয়া নথিপত্র দাখিল বা তথ্য গোপন করলে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে।এমনকি হতে পারে ফৌজদারি মামলাও।

শুক্রবার (১৮ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, এই গল্প আমরা আগেও শুনেছি। কনস্যুলার অফিসাররা সবসময় ভিসা জালিয়াতি, ভুয়া নথিপত্র এবং প্রতারণার নতুন কৌশল সম্পর্কে অবহিত। তথ্য গোপন করা বা মিথ্যা উপস্থাপন গুরুতর অপরাধ।

দূতাবাস জানায়, কেউ যদি ভিসা আবেদন ফরমে (ডিএস-১৬০) ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন বা গত পাঁচ বছরে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট গোপন করেন, তাহলে শুধু তাৎক্ষণিক ভিসা প্রত্যাখ্যান নয়, ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

গত ১০ জুলাই দূতাবাসের অন্য একটি পোস্টে জানানো হয়েছিল, ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীনাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা নিজে থেকেই সমস্ত তথ্য সত্য বলেই স্বীকার করে আবেদনপত্রে স্বাক্ষর দেন ও জমা দেন।

সতর্কবার্তায় আরও বলা হয়, ভুয়া নথিপত্র বা তথ্য গোপনের মাধ্যমে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।