img

প্রতিশোধ না নেয়া পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনা নয়: ইরান

প্রকাশিত :  ০৬:০৮, ১৬ জুন ২০২৫

প্রতিশোধ না নেয়া পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনা নয়: ইরান

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি স্পষ্ট করে বলেছে, ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ না নেয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। পাশাপাশি, হামলা অব্যাহত থাকলে আলোচনা অনাকাঙ্ক্ষিত বলেও জানিয়েছে তেহরান।

গতকাল রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে ইরান জানিয়ে দিয়েছে, ইসরায়েলি হামলা চলাকালীন তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয়।

রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, \"ইরান কাতার ও ওমানকে পরিষ্কারভাবে জানিয়েছে, তারা তখনই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবে, যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ নেয়া সম্পন্ন হবে।\"

এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও ওমানের সঙ্গে যোগাযোগ করেছে। তবে রয়টার্সকে দেয়া বক্তব্যে উক্ত কর্মকর্তা ওই দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

img

ভিসায় তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা

প্রকাশিত :  ১৭:১২, ১৮ জুলাই ২০২৫

 আমেরিকার ভিসাপ্রার্থীরা ভুয়া নথিপত্র দাখিল বা তথ্য গোপন করলে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে।এমনকি হতে পারে ফৌজদারি মামলাও।

শুক্রবার (১৮ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, এই গল্প আমরা আগেও শুনেছি। কনস্যুলার অফিসাররা সবসময় ভিসা জালিয়াতি, ভুয়া নথিপত্র এবং প্রতারণার নতুন কৌশল সম্পর্কে অবহিত। তথ্য গোপন করা বা মিথ্যা উপস্থাপন গুরুতর অপরাধ।

দূতাবাস জানায়, কেউ যদি ভিসা আবেদন ফরমে (ডিএস-১৬০) ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন বা গত পাঁচ বছরে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট গোপন করেন, তাহলে শুধু তাৎক্ষণিক ভিসা প্রত্যাখ্যান নয়, ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

গত ১০ জুলাই দূতাবাসের অন্য একটি পোস্টে জানানো হয়েছিল, ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীনাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা নিজে থেকেই সমস্ত তথ্য সত্য বলেই স্বীকার করে আবেদনপত্রে স্বাক্ষর দেন ও জমা দেন।

সতর্কবার্তায় আরও বলা হয়, ভুয়া নথিপত্র বা তথ্য গোপনের মাধ্যমে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।