
ইসরাইল-ইরান যুদ্ধে প্রতিদিন কার কত খরচ?

কোনো যুদ্ধ শুরুর আগে সেই দেশের রাষ্ট্রপ্রধানদের অন্তত হাজারবার ভাবতে হয়; কোনো কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার ব্যয় ভার বহন করার মতো সক্ষমতা তার আছে কিনা। গত চারদিন ধরে ইসরাইল-ইরান সংঘাত যুদ্ধ পরিস্থিতিতে রূপ নেওয়ার পর এখন দুদেশকেই কষতে হচ্ছে হিসেব। এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কার ওপর কতটা পড়বে। প্রতিদিন হামলা পালটা হামলা চালাতে গিয়ে দুদেশের কার কত খরচ হচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে ইসরাইলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের যুদ্ধের খরচ ৪২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা প্রতিদিন গড়ে ৮ কোটি ৩৮ লাখ ডলার। ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফের অর্থনৈতিক উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট বিভাগের প্রধান গিল পিনহাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছিল পত্রিকাটি।
পত্রিকাটি আরও জানায়, গত বছর ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সহায়তায় ইসরাইলের আকাশসীমা রক্ষা করতে এক রাতে ২৭ কোটি ৯০ লাখ ডলার খরচ হয়েছে
গত বছর ১ অক্টোবর, ইরান ইসরাইল লক্ষ্য করে প্রায় ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তেহরান জানায়, হিজবুল্লাহ ও হামাস নেতা এবং একজন রেভল্যুশনারি গার্ড কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
ইয়েদিওথ আহরোনোথ আরও জানায়, ইসরাইলের প্রতিরক্ষা বাজেটের সবচেয়ে বড় ব্যয়ের খাত হলো রিজার্ভ সেনাবাহিনীর অর্থায়ন, এটি ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ইসরাইলের যুদ্ধ ব্যয়
ইসরাইলের একজন সাবেক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ইসরাইলের প্রত্যক্ষ সামরিক ব্যয় প্রতিদিন প্রায় ৭২ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে অর্ধেক আক্রমণাত্মক অভিযান (যেমন বিমান হামলা, যুদ্ধাস্ত্র) এবং বাকি অর্ধেক প্রতিরক্ষা ব্যবস্থার (যেমন ক্ষেপণাস্ত্র প্রতিহতকরণ, রিজার্ভ মোতায়েন) পেছনে খরচ হয়।
এটি হলো ওই কর্মকর্তার অনুমান, কোনো আনুষ্ঠানিক হিসাব নয়। এ ছাড়া এই হিসাবে বেসামরিক সম্পদের ক্ষতি বা অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার মতো পরোক্ষ ক্ষতি অন্তর্ভুক্ত নয়।
২০২৪ সালের অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এক রাতের প্রতিরক্ষা বাবদ ইসরাইলের ২৭ কোটি ৯০ লাখ ডলার খরচ হয়েছিল। আর ২০২৪ সালের এপ্রিলে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের ব্যয় হয়েছিল ১ দশমিক ০৮ থেকে ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
এ ছাড়া গাজা ও লেবাননের বৃহত্তর সংঘাতের জন্য ইসরাইলের দৈনিক প্রায় ১৩ কোটি ৩০ লাখ ডলার খরচ হয়েছে। এতে অনুমান করা যায়, তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের আক্রমণ প্রতিহত করতে ইসরাইলের কত খরচ হতে পারে!
ইরানের যুদ্ধ ব্যয়
ইরানের দৈনিক সামরিক ব্যয়ের অনুমান ইসরাইলের তুলনায় ততটা সুনির্দিষ্ট নয়। তবে সক্রিয় সংঘর্ষের সময় তা প্রতিদিন ৪৬ কোটি থেকে ৬৫ কোটি ডলার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হয়। এই পরিসংখ্যান সম্ভবত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ (যেমন ১১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ৩ কোটি থেকে ৫ কোটি ডলার খরচ) এবং অন্যান্য সামরিক ব্যয় অন্তর্ভুক্ত।
ইরানের ব্যয় সাধারণত ইসরাইলের তুলনায় কম হয়। কারণ তাদের অস্ত্রশস্ত্র তুলনামূলক সস্তা। ইসরাইলের একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম ৩৫ লাখ ডলার। এটি সরবরাহ করে যুক্তরাষ্ট্র। সে তুলনায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ১ লাখ ডলার।
অবশ্য এই হিসাব একটা অনুমানমাত্র। এই তথ্য নিশ্চিত ভাবে যাচাই করা কঠিন। কারণ ইরান বিস্তারিত সামরিক বাজেট প্রকাশ করে না।
পরোক্ষ খরচ
উভয় দেশই উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপের সম্মুখীন। ইসরাইলের ২০২৪ সালের বাজেট ঘাটতি জিডিপির ৮ শতাংশ ছিল। গাজা ও লেবানন সংঘাতের কারণে এই ঘাটতি আরও বেড়েছে। ২০২৫ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ইরানের অর্থনীতি ইতিমধ্যেই নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি এবং ইরানি মুদ্রা রিয়ালের অবমূল্যায়নের কারণে দুর্বল, দীর্ঘস্থায়ী সংঘাতের ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। জ্বালানি তেল রপ্তানি (২০২৩ সালে ৩৫ বিলিয়ন ডলার) একটি গুরুত্বপূর্ণ কিন্তু দুর্বল আয়ের উৎস।
উল্লেখ্য, এই পরিসংখ্যানগুলো আনুমানিক। কারণ সংঘাতের পর্যায় অনুসারে (যেমন ক্ষেপণাস্ত্র হামলা বনাম কম তীব্রতার অভিযান) ব্যয় ভিন্ন হয়। অর্থনৈতিক মন্দা, পর্যটন খাতের ক্ষতি বা অবকাঠামো ক্ষতির মতো পরোক্ষ ব্যয়গুলো প্রতিদিনের ভিত্তিতে পরিমাপ করা অত্যন্ত কঠিন। ইসরাইলের জন্য, ২০২৩-২০২৫ সালের মোট যুদ্ধব্যয় (গাজা ও লেবাননসহ) ৬৭ বিলিয়ন ডলার অনুমান করা হয়। এর বিপরীতে ইরানের বৃহত্তর অর্থনৈতিক সীমাবদ্ধতা দীর্ঘস্থায়ী উচ্চ-ব্যয়ের যুদ্ধে টিকে থাকার সক্ষমতাকে সীমিত করে।