img

পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’—ভারতীয় কোচ গম্ভীরেরই পরিকল্পনা!

প্রকাশিত :  ১০:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’—ভারতীয় কোচ গম্ভীরেরই পরিকল্পনা!

ভারত-পাকিস্তানের ম্যাচ মাঠে গড়ানোর আগেই ছিল উত্তেজনায় ঠাঁসা। তবে মাঠের লড়াইয়ে ছিল না সেই উত্তেজনা। একপেশে ম্যাচ হেসেখেলেই জিতেছে পাকিস্তান। তবে ম্যাচ শেষে পাক ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতের ক্রিকেটাররা। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। 

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক আঘা সালমানসহ অন্য খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়রা তা করেননি। ৭ উইকেটে জয়ের পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিংরুমে চলে যান। এরপর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।

ম্যাচ পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সংবাদ সম্মেলনে সূর্যকুমার জানান, এটি ছিল পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে একটি বার্তা। তবে তিনি জানান, এই সিদ্ধান্ত তিনি একা নেননি।

টেলিকম এশিয়া স্পোর্টস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের হ্যান্ডশেক না করার নির্দেশ দিয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।  

পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো কথাবার্তাও না বলার জন্য খেলোয়াড়দের বলেছিলেন গম্ভীর। সেই প্রতিবেদন গম্ভীরকে উদ্ধৃত করে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কম থাকো, বাইরের কথা শুনবে না। তোমাদের কাজ হলো মাঠে গিয়ে ভালো খেলা। পেহেলগামে যা হয়েছে, সেটা মনে রাখো। হাত মেলাবে না, কথা বলবে না। শুধু খেলো এবং ভারতকে জেতাও।’

ম্যাচের দিন সম্প্রচার মাধ্যমকে গম্ভীর বলেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যারা পেহেলগামে নিহত হয়েছেন, তাদের পরিবারকে আমরা সম্মান জানাতে চেয়েছি। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর সফলভাবে পরিচালনা করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই।’

img

ফের বিয়ে করতে যাচ্ছেন ইংল্যান্ড কিংবদন্তি স্ট্রস

প্রকাশিত :  ০৭:০৩, ১৫ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:০৭, ১৫ নভেম্বর ২০২৫

ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। প্রথম স্ত্রী রুথ স্ট্রাউসের মৃত্যুর ৭ বছর পর ৪৮ বছর বয়সী এই ক্রিকেট কিংবদন্তি আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন তার প্রেমিকা অ্যান্টোনিয়া লিনিয়াস পিটকে। 

স্ট্রস ‘স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্ট’-এ জানিয়েছেন যে এই অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন।

বিয়ের কারণে তিনি আগামী সপ্তাহে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে উপস্থিত থাকতে পারবেন না। স্ট্রস এবং লিনিয়াস-পিটকে প্রথমবার প্রকাশ্যে দুই বছর আগে লন্ডনের এক রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় দেখা যায়। 

এ ছাড়াও তারা এই গ্রীষ্মে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে রয়েল বক্সেও একসঙ্গে উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ২৯ ডিসেম্বর ফুসফুসের বিরল ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মারা যান স্ট্রসের প্রথম স্ত্রী রুথ ম্যাকডোনাল্ড। তাদের ১৫ বছরের সংসারে স্যামুয়েল (১৯) এবং লুকা (১৭) নামের দুই ছেলে রয়েছে।

রুথের মৃত্যুর পর ২০১৯ সালে স্ট্রস তার স্মৃতিতে ‘রুথ স্ট্রস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনটি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পরিবারের সহায়তা এবং নন-স্মোকিং লাং ক্যান্সারের গবেষণায় তহবিল দেয়।